
কক্সবাজার জেলা উখিয়া উপজেলা তে পালংখালী ইউনিয়নের মধ্যে।
অদ্য সকাল ৭ ঘটিকা থেকে World vision নামক আইএনজিওর অনিয়মের বিরুদ্ধে আমরা অধিকার বাস্তবায়ন কমিটি, ৫নং পালংখালী শান্তিপূর্ণ আন্দোলন শুরু করি। আন্দোলন চলমান অবস্থায় সংশ্লিষ্ট সিআইসি মহোদয় এবং প্রশাসনের সহযোগিতায় world vision কর্তৃপক্ষ আমাদের ন্যায্য দাবি সমূহ বাস্তবায়নের আশ্বাসে আগামী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কক্সবাজার অফিসে মিটিংয়ের সিডিউল দিলে আমরা বৃহস্পতিবার পযর্ন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিই। আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন না করলে আগামী রবিবার থেকে আমরা পুনরায় আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ।
আমাদের দাবিসমূহঃ
- GFA প্রকল্পে ২০৬ চাকুরীজীবি রোহিঙ্গাদের মধ্যে যে ১০৬ জন রোহিঙ্গা মাসিক বেতনে চাকুরী করে তাদের বাদ দিয়ে উক্ত স্থলে স্থানীয়দের নিয়োগ দিতে হবে।
- GFA প্রকল্পে যাদেরকে ছাটাই করা হয়েছে তাদেরকে চাকুরীতে পুনঃর্বহাল করতে হবে।
- নতুন নিয়োগ সমূহে নির্দিষ্ট সংখ্যক কোটায় স্থানীয়দের নিয়োগ নিশ্চিত করতে হবে।
উপস্থিত ছিলেন অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালী আহবায়ক রবিউল হোসাইন রবি, সদস্যসচিব আবদুল গফুর নান্নু, সিনিয়র যুগ্ন-আহবায়ক যথাক্রমে কামাল হোসাইন, এতমিনানুল হক,নুরুল কবির,জসিম উদ্দিন, শাহাদাত হোসেন, যুগ্ন-আহবায়ক রিদুয়ানুল আজিজ, হামিদুর রহমান, শহিদুল্লাহ, এস এম মুফিজ, শফিকুর রহমান, আব্দুস সাত্তার, আরিফ প্রমূখ।