
আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক:– চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ডের লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হচ্ছে কে সে নিয়ে জল্পনা কল্পনার নেই শেষ। ভারত-ইংল্যান্ড সিরিজ রীতিমতো রোমাঞ্চ তৈরি করছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে কে সেই বিষয়ে। কখনো ভারত এগিয়ে থাকছে তো কখনো ইংল্যান্ড এগিয়ে। আবার এদিকে আজ ভারতের বিপক্ষে ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ হেরে বসায় অস্ট্রেলিয়ার সামনেও থাকছে ফাইনাল খেলার সুযোগ। যদিও তাদের ইংল্যান্ড-ভারত সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে।
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জিতে বর্তমানে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে ভারত। তাইতো ফাইনাল খেলতে হলে ভারতকে পরের দুটি ম্যাচের একটি ম্যাচ হারলে ফাইনাল খেলা থেকে বাদ পড়বে হবে। অন্যদিকে ফাইনাল খেলতে হলে পরের দুই ম্যাচে দুই জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের কাছে। আর সিরিজে দর্শক হিসেবে থাকা অস্ট্রেলিয়া ফাইনাল খেলতে হলে ভারতের বিপক্ষে ইংল্যান্ডকে সিরিজ ড্র কিংবা ২-১ ব্যবধানে জিততে হবে।
leave your comments