
জ্ঞান অর্জনে সুখ
প্রিয় তব গুরুকূলের ছানা
তোমাদের করি পেশ,
ছয়টি বৈশিষ্ট্য ধারণ করলে
জ্ঞান অর্জন বেশ।
লোভ করো পরিহার সদা
মননে করো সৃজন,
বুঝে করো পরিপূর্ণ শিখন
মনোযোগ ভারী ওজন।
পাঠশালায় যাও প্রতিদিন
করো সবে গুরুভক্তি,
নিয়মিত শিখতে পারলে
পাঠ হয় না বিরক্তি।
বর্ণ দিয়ে বর্ণ মিলাও
বানাও নতুন শব্দ,
কী হয় তাতে ভাবতে থাকো
শব্দ হবে জব্দ।
সফল মানুষ হতে হলে
করো গভীরে ধ্যান,
সঠিক পথে লক্ষ্যে পৌঁছলে
তুমিই সুপারম্যান