
টাঙ্গাইলে চাকায় হাওয়া দেয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকার আতিকের চাকা মেরামতের দোকানে এ ঘটনাটি ঘটে। এতে দুটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ইঞ্জিনমিস্ত্রি হাবিব, ডেন্ডিং মিস্ত্রি শামীমসহ কয়েকজন জানান, সকালে তারা ঘটনাস্থলের পাশেই কাজ করছিলেন হঠাৎ চাকায় হাওয়া দেয়ার সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণের ফলে চাকার দোকানসহ ওই মার্কেটের পাশের দোকান মায়ের দোয়া জোনায়েদ স্টোরের ঘরের চাল, টিনের বেড়া উড়ে যায়। এতে মায়ের দোয়া জোনায়েদ স্টোরের ফ্রিজসহ দোকানে থাকা সকল মালামাল ও আসবাবপত্র আর চাকার দোকানে থাকা মেরামতকৃত বেশ কয়েকটি চাকা, গ্যাস সিলিন্ডার, মেশিনসহ বিভিন্ন ধরণের যন্ত্রাংশ ও মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
মায়ের দোয়া জোনায়েদ স্টোরের মালিক মজিদ মিয়া (৩২) জানান, এ বিস্ফোরণের ফলে তার দোকানে থাকা নিত্যপ্রয়োজনীয় সকল পন্যসহ ফ্রিজ নষ্ট হয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।
বিস্ফোরিত চাকা মেরামতের দোকান মালিক আতিক(৩৫) জানান, আমার হাওয়ার মেশিনটি অটোমেশিন। সিলিন্ডার ফুল হলে মেশিন অটো বন্ধ হয়ে যায়। চালু মেশিনটি হঠাৎ কেন বিস্ফোরণ হলো এ সম্পর্কে কিছুই বুঝতে পারছেননা তিনি। এতে সিলিন্ডার, মেশিন আর আনুসাঙ্গিক নষ্ট হওয়া মালামালে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহাবুদ্দিন জানান, হঠাৎ ওই সিলিন্ডার বিস্ফোরণে মার্কেটটি দুটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এতে কোন প্রাণহানি ঘটেনি। তবে বিস্ফোরণের বিকট শব্দে এক মোটরসাইকেল চালক আঘাতপ্রাপ্ত হন বলেও জানান তিনি।
leave your comments