
হবিগঞ্জ প্রতিনিধিঃ রোজ বোধবার (১৭ ফেব্রুয়ারী) রাত্রি ০৯ঃ২৫ ঘটিকার সময় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এস আই দেবাশীষ তালুকদার সহ সংঙ্গীয় ফোর্স জোলহাস, রনি দেব, রমজান সর্ব নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন সমজদিপুর সাকিনস্হ জহুর আলী চত্তরের পাশে ইট সলিং রাস্তায় মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে সহ ০২ জন কে গ্রেপ্তার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ি । এই সময় গ্রেপ্তার আসামীর আরো ০৩ সংঙ্গী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত কারবারির নাম হলোঃ ০১। মোঃ শাহ আলম (২৮), পিতা-মোহন মিয়া , সাং-মেহেরগাঁও , ০২। মোঃ রনি মিয়া (২৪), পিতা-মৃত আসাদ আলী , সাং কালিকাপুর, থানা- মাধবপুর , জেলা- হবিগঞ্জ । পলাতক ০৩ জন হলোঃ- ০১। ফেন্সি খোকন, সাং- নিজনগর, ০২। ফেন্সি রফিক , সাং- সন্তোষপুর, ০৩। হরমুজ
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস গ্রেফতারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
leave your comments