
আকাশ দাশ, ক্রীড়া প্রতিবেদক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে দল পেলেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। এক কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যাল।
২০১৬ আসর থেকে আইপিএলের হাতেখড়ি বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানের। সেবার দুর্দান্ত বোলিং করে চ্যাম্পিয়ন করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদকে। তবে ২০১৭ সালে বোলিংয়ে তেমন সফল না হলে তাকে দল থেকে ছেড়ে দেয় হায়দ্রাবাদ। সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে ভিড়িয়েছিলো আইপিএলের সবচেয়ে বেশি ট্রফি জেতা মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চোটের কারণে আর আইপিএল না খেলা হলেও আইপিএলের ১৪তম আসরে তাকে এক ডাকে বিসিসিআইয়ের দেওয়া এক কোটি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যাল।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলের ১৩তম আসরের নিলামে দল না পেলেও লিগ শুরুর আগে তাকে দলে নিতে চেয়েছলো কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবি থেকে পায়নি অনাপত্তি পত্র পাননি তিনি।