
আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের নিলামের শেষ মুহূর্তে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশী উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আইপিএলের ১৪তম আসরের জন্য মুশফিকের ভিত্তিমূল্য ধার্য করা হয়েছে ভারতীয় রুপিতে প্রায় এক কোটি রুপি। যা উইকেটকিপার ব্যাটসম্যান ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য। মুশফিক ছাড়া বাংলাদেশ থেকে আইপিএলের চলতি আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আছে অলরাউন্ডার সাকিব আল হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ পেস অলরাউন্ডার সাইফউদ্দিন এবং পেসার মুস্তাফিজুর রহমান। আজ স্থানীয় সময় বিকাল তিনটায় ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৪তম আসরের নিলাম। যেখানে প্রত্যেকদল নিজেদের পছন্দের ক্রিকেটারকে দলে ভিড়াতে পারবে।