
পরিবারের আর্থিক জোগান বা জীবিকার তাগিদে প্রবাসে পারি জমানোর কথা ছিল মোঃ মামুন (২৫) এর, কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেল না ফেরার দেশে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইছাখালী মোহাম্মদপুর মধ্যবর্তীস্থানে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় সে নিহত হয়েছে অন্যজন গুরুতর আহত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা পরে কাপ্তাই সড়কের উপজেলার ইছাখালী জেলেপাড়া ও মোহাম্মদপুর মধ্যবর্তীস্থানে এই ঘটনা ঘটে।
নিহত মোঃ মামুন (২৫) এর বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া চাঁনগাজী বাড়ি এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে। নিহত মামুন তার পরিবারে ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার ছোট সন্তান। সে আগামী মাসে প্রবাসে যাওয়ার কথা ছিল। সম্প্রতি তার ভিসাও এসেছিল। অন্যদিকে গুরুতর আহত মোঃ আব্দুল্লাহ (২১)। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তাকে বর্তমানে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানায়, ইছাখালী মোহাম্মদপুরের মধ্যবর্তী স্থানে একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হওয়া মামুন মারা যায়, অপরদিকে আব্দুল্লাহ কাপ্তাই সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন এবং অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম সদরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল করিম জানান, সারা শরীরে আঘাতসহ দু’জনের মাথায় গুরুতর জখম হয়েছিল। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি জানান, নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ ফেরতের জন্য আবেদন করেছিল। তবে এই বিষয়ে একটা অপমৃত্যু মামলা নিয়েছি। এই ঘটনায় ঘাতক প্রাইভেট কারটিকে জব্দ করা হয়েছে।