
পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের একটু কথা বা তার মিষ্টি হাসিটার দিকে তাকালেই মনে প্রাণ ভরে যাওয়ার মতো শান্তি আসে। আমার প্রাণ ভরে এই মহান ব্যাক্তিটির ওপর। যার নাম নারগিস বেগম (নারগিস রানা) তিনি আমার চোখে একজন মহান মহানুভবতার শিক্ষক। যে আমাকে তার চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করা শিখিয়েছে। যার জন্য আজ নিজেকে সেবিকা হওয়ার চেষ্টায় অফুরন্ত সংগ্রাম করে যাচ্ছি। আমি মনে করি পৃথিবীতে যত মনীষী রয়েছে তাদের মধ্যে তিনিও একজন। যাকে আমি আমার হৃদয়ের সিংহাসনে বসিয়ে রাজত্ব করার অধিকার দিয়েছি।
আজ তার আদর্শ মেনে দূর্বল থেকে সবল আর সাবালিকাময় জীবন ধরে শত শত কুনজদের বিনাস করেছি। সেই মহীয়সী নারী হলো আমার শিক্ষক আমার মা নারগীস বেগম (নারগীস রানা) আমি বাংলার বুকে প্রতিটা সমাজে এমন একটা নারগিস রানা চাই। যে সমাজে এমন একজন মহীয়সী নারী টিকে থাকবে সে সমাজ পরিবর্তন হতে আর বেশি দেরি নেই। তাকে আমি কোনো নারী অথবা পুরুষ এসব কোনো জিনিসের ওপরেই নামকরণ দিলাম না। তার নাম দিলাম আমি সে একজন মানুষ, মানুষ করার কারিগর। তাই সে আমার চোখে শিক্ষক, মনীষী।