
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ফাহিম আল ফারুক অভির (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১১নম্বর ঘাট মাতবর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১১নম্বর মাতবর ঘাট এলাকায় নিখোঁজ ফাহিম আল ফারুক অভির লাশ ভেসে এলে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। পরে সকাল ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অভি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর উত্তরপাড়ার মো. মারজানের ছেলে।
গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে এই পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। দু’জনই চট্টগ্রাম শহরের ইপিজেডে পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন অভি। শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ফাহিমের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
leave your comments