
আমির হামজা, – চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ হীরা গত বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর। তিনি গোপালগঞ্জের টুঠামান্দ্রা গ্রামের মৃনাল কান্তি হীরার সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মারকুয়িট ইউনিভার্সিটিতে (Marqueete University) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে “ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যান্ড অ্যানক্রিপশন টেকনোলজি” (Wireless Networks and Encryption Technology) বিষয়ে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তাঁর আকাল মৃত্যুতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় চুয়েট ভিসি বলেন, “অভিজিৎ হীরা একজন মেধাবী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে চুয়েটের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” এদিকে জনাব অভিজিৎ হীরার মৃত্যুতে চুয়েট শিক্ষক সমিতি শোক জানিয়েছেন। এক শোকবার্তায় সমিতির পক্ষ থেকে তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি (সোমবার), ২০২১ খ্রি. সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অভিজিৎ হীরা স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করবেন।