
কাজী জাহেদুল হক– একদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়া মোঃ আবদুল্লাহ্। নিহত মোঃ আব্দুল্লাহ (২১) রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মোঃ আব্দুল্লাহ (২১) রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা পরে কাপ্তাই সড়কের উপজেলার ইছাখালী জেলেপাড়া ও মোহাম্মদপুর মধ্যবর্তীস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুন ও আবদুল্লাহ গুরুতর আহত হয়। দুজনকেই তৎক্ষনাৎ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম পাঠানো হয়। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে বিকাল সাড়ে ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ্ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।