
এস এ ইমন জেলা প্রতিনিধি কুষ্টিয়া, খুলনা– কুষ্টিয়া শহরের বাবর আলী গেটে চারতলা একটি বাড়ি হেলে পড়েছে। বাড়িটি যেকোনো সময় ধসে পড়ে হতাহতের আশঙ্কায় কুষ্টিয়া পৌরসভায় অভিযোগ দিয়েছেন পাশের বাড়ির মালিক। তবে হেলে পড়া বাড়ির মালিক পাল্টা অভিযোগ করে বলেছেন, আমার নয়; অভিযোগ দেওয়া ব্যক্তির বাড়ি হেলে পড়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাড়িটি হেলে পড়লে শনিবার (২০ ফেব্রুয়ারি) পৌরসভায় অভিযোগ দেন পাশের দোতলা বাড়ির মালিক হাসান শহিদ রুকু।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, রেল লাইনের পাশে চারতলা ভবন পাশের একটি ভবনের দিকে হেলে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে বাবর আলী গেটের বাসিন্দা আবু হানিফের চারতলা বাড়ি হেলে পাশের দোতলা বাড়ির সঙ্গে লেগে যায়। দোতলা বাড়ির পেছনে নির্মাণাধীন আরেকটি চারতলা বাড়ি। যেকোনো সময় চারতলা বাড়িটি ধসে হতাহতের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে দুই বাড়ির বাসিন্দা ও প্রতিবেশীদের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়া পৌরসভায় লিখিত অভিযোগ দেন পাশের বাড়ির মালিক হাসান শহিদ রুকু।
হেলে পড়া চারতলা বাড়ির মালিক আবু হানিফ বলেন, আমার বাড়ি হেলে পড়েনি। বরং রুকুর বাড়ি আমার বাড়ির ওপর হেলে পড়েছে। বিষয়টি দ্রুত সমাধান হওয়া দরকার। হাসান শহিদ পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি জানালে আবু হানিফ বলেন, পৌরসভায় অভিযোগ দিলেও তাদের পক্ষ থেকে কোনো নোটিশ পাইনি। হাসান শহিদ বলেন, প্রতিবেশী হানিফের বাড়ি আমার বাড়ির ওপর হেলে পড়েছে। বার বার হানিফকে জানালেও ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে পৌরসভায় অভিযোগ দিয়েছি।এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
leave your comments