
আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক– ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এতোদিন শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আইপিএল মাতিয়ে আসছিলেন পেস বোলার লাসিথ মালিঙ্গা। তবে সব ধরণের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কারণে আইপিএলের চতুর্দশ আসরের নিলামে দল পায়নি কোন লঙ্কান ক্রিকেটার। তবে তরুণ ক্রিকেটারদের বার্তা দিয়ে রাখলেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার এবং বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। তার মতে তরুণ ক্রিকেটাররা সেই জায়গা একদিন পূরণ করে দিবে।
চেন্নাইয়ে আইপিএলের ১৪তম আসরের নিলামে মোট ৯ জন লঙ্কান ক্রিকেটারের নাম উঠলেও তাদের দলে ভিড়ায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। এর আগে ১৩তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন লাসিথ মালিঙ্গা এবং ব্যাঙ্গালুরুর হয়ে ইসুরা উদানা খেললেও এবারের নিলামে অবিবিক্রিত ছিলেন লঙ্কান ক্রিকেটাররা। এ প্রসঙ্গে জয়াবর্ধনে বলে, “বিষয়টা খুব হতাশার, তবে আমি বিশ্বাস করি একদিন লঙ্কান তরুণ প্রজন্মের ক্রিকেটারদের আইপিএলে আগমন ঘটবে। তবে ততদিন বিষয়টা হতাশার হয়ে থাকবে। এখনো আইপিএলে আমাদের (শ্রীলঙ্কা) প্রতিনিধিত্ব করার প্রতিনিধি আছে। এবারের নিলামে কিছু জায়গা খালি ছিলো যা অলরাউন্ডার এবং পেসাররা পূরণ করে দিয়েছে”।
leave your comments