
শিশুমেলায় বর্ণমালা হাসে
পারভীন আকতার
প্রভাতীর আলোয় মহাপ্রাণে
শিশুস্বর্গে বর্ণমালা ছুটে,
মায়ের কোলে শেখে প্রথম
বাংলাতে মা ডাক ফুটে।
প্রাক প্রাথমিকে বর্ণ অ আ
শিশুর আনন্দ ভূবন,
শিক্ষক শেখান যত্ম করে
ছবিতে শব্দের গঠন।
মজা পায় শিশু বর্ণে যখন
একেক ছবি ভাসে,
আত্মার সাথে মিশে তখন
বর্ণমালাও ঠিক হাসে।
খেলায় খেলায় জাগে শিশুর
পঠন লেখনের উদয়,
ঊনপঞ্চাশ অক্ষরের মেলায়
শেখে বর্ণ পরিচয়।
শিশুমেলায় মায়ের ভাষায়
শোনায় দেশের গান,
নিষ্পাপ বুলি মমতার ছায়ায়
বাংলায় জুড়ায় প্রাণ।