
ইকবাল হাসান,নেত্রকোনা জেলা – মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে আলোক প্রজ্জলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করেন নেত্রকোনা পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান।পরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান (খসরু) এমপি। এরপর পরই শহীদদের ফুল দিয়ে শ্রম নিবেদন করেন জেনারেল প্রশাসক কাজি আব্দুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল আমীন তালুকদার। এছাড়াও একে একে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা প্রেসক্লাব, জেলা মানবাধিকার সংগঠনসহ জেলা সরকারি বেসরকারি ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার মানুষ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিবনটি পালনে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করে জেলা পুলিশ। পোশাকের পাশাপাশি মাঠে রয়েছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে নানা আয়োজনে জেলার বিভিন্ন অলি গলিতে দিবসটি পালন করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।