
চট্টগ্রামের রাউজান পুকুরের পানিতে ডুবে ৯ বছর বয়সী মো: এরহাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটছে উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের মাদ্রাসার কাছাকাছি একটি গ্রামে। এ ঘটনায় নিহত সেই উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. জসিমের সন্তান৷ জানা গেছে, তাঁরা নানার বাড়িতে বেড়াতে আসলে শিশুটি খেলতে খেলতে কোন এক সময় পুকুরে ডুবে গেলে, এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্বাস উদ্দিন আহমেদ।