
মোঃময়নাল হোসেন, দেবীদ্বার– আগামী ২৮ ফেব্রæয়ারী কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থীর নির্বাচনী ইসতেহার ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৯টায় আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ’র প্রধান নির্বানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে প্রার্থী মো. আবুল কালাম আজাদ’র পক্ষে ইশতেহারটি পাঠ করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল আওয়াল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো.আলমগীর কবির, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জান মাস্টার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভুইয়া, সমাজ কল্যান সম্পাদক মো. মনিরুজ্জামান রিপন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদ ইসলাম প্রমুখ।
ইশতেহারে ঘোষিত প্রতিশ্রæতীর মধ্যে উল্লেখযোগ্য- সন্ত্রাস, দূর্নীতি, মাদক চাঁদাবাজী মুক্ত দেবীদ্বার প্রতিষ্ঠা। প্রকৃত শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের কারিগরী ও সময়োপযোগী শিক্ষাদান সহ মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্ভূতকরনে কাজ করা। সকল নাগরিকের স্বাস্থ সেবাদানে কার্যকর ভূমিকা পালন, সুস্থ্য দেহ ও শিশুদের মনন বিকাশে ক্রীড়া, সংস্কৃতির উন্নয়ন। কৃষি এবং কৃষকদের উন্নয়ন। জীববৈচিত্র ও পরিবেশ ভারসাম্য রক্ষায় বনায়নের উন্নয়ন। গ্রাম পর্যায়ে নাগরিকদের নিরাপদে চলাচলে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। গোমতী নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন রোধ। ইভটিজিং বাল্যবিয়ে ও জবর দখল রোধ, বেকারত্বের অবসানে সরকারি- বেসরকারি ও ব্যাক্তি পর্যায়ে নানা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিকল্পিত পয়নিষ্কাশসের ব্যবস্থা, সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা সৃষ্টি সহ বাসযোগ্য দেবীদ্বার গঠনে এবং একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার কর্মপরিকল্পনার কথা বলা হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ২৮ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে মোট চারজন প্রার্থী ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি উপজেলা কমিটির সহ-সভাপতি এ,এফ,এম তারেক মূন্সী (ধানের শীষ), জাতীয় পার্টির মো.আবদুল আওয়াল (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী দেবীদ্বার পৌর আ’লীগ’র সহ-সভাপতি আবদুল হক খোকন (আনারস)।
leave your comments