
আগে অনেক দেখেছেন বা শুনেছেন যে, আগুনে পুরো ঘর ছাই হলেও পুড়েনি পবিত্র কুরআন শরীফ। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা ৬ নং ওয়ার্ডে আগুন লেগে ৯ বসত ঘর পুড়েছে। কিন্তু ঘরে থাকা পাকিস্তানের হরিপুর সিরিকোট দরবার শরীফের বর্তমান সাজ্জদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ) ছবি অক্ষত আছে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করে। পরবর্তীতে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আপলোড করা হলে তা ভাইরাল হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে জানায় যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা ৬ নং ওয়ার্ডে গাউছিয়া কমিটি বাংলাদেশ শায়ের মৌলানা আহসানুল্লাহ (রহঃ) জামে মসজিদ শাখার দপ্তর সম্পাদক গাজী আব্দুল হালিমসহ নয় পরিবারের বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কিন্তুু সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা: জি: আ:)’র ছবি অক্ষত রয়েছে। এ নিয়ে অত্র এলাকা এবং সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজমান।
leave your comments