
আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক:– সাকিব আল হাসানকে নিয়ে আশাবাদি কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোন অভিষেক নয়্যার। তার মতে আগের মতো পরফর্ম করবেন সাকিব। ২০১১-২০১৭ নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম ছয় বছর কাটিয়েছে বাংলার দল কলকাতা নাইট রাইডার্সে। ছয় বছরের দুইবার চ্যাম্পিয়ন ও হয়েছে দলটি তাইতো দলের খুটিনাটি সম্পর্কে সবকিছু জানা আছে সাকিব আল হাসানের। এই প্রসঙ্গে নয়্যার বলেন, “আমরা সাকিবকে নিয়ে অনেক আলোচনা করেছি। সে কেমন পারফর্ম করে আমরা সবাই জানি। তাছাড়া সে কলকাতার হয়ে আগে খেলছে এবং দেশের হয়ে নেতৃত্বও দিয়েছে। আইপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে তার নেতৃত্বেরগুণ রয়েছে। তাই আমরা তাকে নিয়ে বেশ আশাবাদি”।