
চলো উচ্ছ্বাসে নিবিড় বন্ধনে, মিলিত হই বন্ধুর আহব্বানে স্লোগানকে ধারণ করে গত ২১শে ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে সন্ধ্যা অবধি কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ব্যাচ-২০০৪ এর প্রথম রিইউনিয়ন প্রোগ্রাম সদস্যদের অংশগ্রহণে আনোয়ারা পারকি সমুদ্র বিচে সম্পন্ন হয়েছে। “একতার টানে, বন্ধুদের পাশে আনে” স্লোগানে আনন্দমুখর পরিবেশে গান পরিবেশন, আড্ডা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, রাফ্যেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সফলতা লাভ করে। বড় বাজারে মালিক বন্ধু এনামের বন্ধুসুলভ আতিথীয়তায় সকল বন্ধুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা সবার মনে এক অন্যরকম আনন্দ অনুভূতির সৃষ্টি করে। ব্যাচ প্রতিনিধি মনসুর ও পারভেজ, জসীম, ওসমান, মিনার, মোস্তাফা বাবু, বেলাল, আবচার, ইয়াকুব, ছোটন, রবিন, পেয়ারু, মোজাম্মল, মাহবুব, মুন্না, তৌহিদ, কাসেম, সালাউদ্দিন, শফিক, সেলিম, পাপ্পু, আনিস, রাজনসহ বন্ধুদের স্ত্রী ও অতিথিদের সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান শেষ করা হয়।