
চট্টগ্রামের হাটহাজারী সদরে আওলাদে রাসুল (সা), রাহনুমায়ে শরিয়ত, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক (রাহঃ) প্রকাশ শেরে বাংলা (রাহঃ) এর ৫৩ তম বার্ষিক ওরশ শরীফ আগামী বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) হাটহাজারী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশে সাদারাত করবেন হাটহাজারী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন আল্লামা গাজী আজিজুল হক আল কাদেরী (রাহঃ) এর বড় সাহেবজাদা সৈয়দ আমিনুল হক আল কাদেরী। তিনি ওরশে আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
প্রতি বছর হিজরি রজব মাসের ১২ তারিখ দরবার প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত ও মুরীদের উপস্থিতিতে ওরশ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও ঝমকালো আয়োজনে ওরশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐ দিন সকাল থেকেই ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। ওরশ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশাল মিলাদ মাহফিল। মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের দেশ বরেণ্য আলেম ওলামাগণ। নিরাপত্তার বিষয় নিশ্চিৎ করতে থাকবে পুলিশ ফোর্সও।