
আকাশ দাশ- ক্রীড়া প্রতিবেদক:– ইংল্যান্ডের ঘরোয়া লিগ দ্য হানড্রেড কিংবা একশ বলের ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশী ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। আগামী জুনে ইংল্যান্ডে হওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের ঘরোয়া লিগের আসর দ্য হানড্রেডের দ্বিতীয় আসরের খেলা। যার জন্য দলগুলো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ ছিলো। যার জন্য বাংলাদেশী আট ক্রিকেটারের নামও প্লেয়ার্স ড্রাফটের জন্য নাম উঠেছিলো। তবে তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ থেকে দ্য হানড্রেড টুর্নামেন্টের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সাথে প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছিলো সৌম্য সরকার, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, আবু হায়দার, ইমরুল কায়েস এবং সাব্বির রহমানের । উল্লেখ্য : প্লেয়ার্স ড্রাফটে মোট ২৫২ বিদেশি ক্রিকেটার থাকলেও দল পেয়েছে কেবল সাতজন। সবমিলিয়ে দল পেয়েছে মোট ৩২ জন ক্রিকেটার যাদের মধ্যে স্থানীয় কোটায় দল পেয়েছে ২৫ ক্রিকেটার।