
স্বাধীনতা পূর্ব কাপ্তাই তথা পুরো রাঙ্গামাটির হাতে গনা যে কয় জন বাংলাদেশ আওয়ামীলীগের বঙ্গবন্ধুর আদর্শের সিপাহী সালার সৈনিক ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিল্পপতি মো : মহিউদ্দিন আহমেদ মাখন সাহেব।তার স্ত্রী জল বিদ্যুৎ কেন্দ্রের একজন প্রথম শ্রেনীর ঠিকাদার ছিলেন যিনি কাপ্তাইয়ের সকলের নিকট বেগম সাহেব নাম পরিচিত ছিলেন।
তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এম পি’ মহোদয়ের আপন বায়রা ভাই। পুরোভাগেই প্রচার বিমুখ এই মানুষটি বার্ধক্যে জনিত শারীরিক অসুস্থতা নিয়ে গত এক সপ্তাহ ধরে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডি – ব্লকের ৪০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
রাজনৈতিক সহযোদ্ধা যারা ছিলেন অথবা রাঙ্গামাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফাউন্ডার যারা ছিলেন তাদের মধ্যে অন্য মরহুম জনাব এরশাদ কন্ট্রাকটর , প্রয়াত জনাব লতীফ ভূঁইয়া , বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর জাতীয় শ্রমিক লীগের ডাক সাইটে নেতা মরহুম রশীদ আহমেদ চৌধুরী, জাতীয় শ্রমিক সংগঠনের নেতা মরহুম মোজাফর আহমেদ চৌধুরী , শ্রদ্ধেয় রশীদ আহমেদ কনট্রাক্টর,শ্রমিক নেতা রেফায়েত উল্লাহ সহ আরও অনেকে।
তিনি সুস্থ হয়ে ফিরে কাপ্তাইয়ের আওয়ামী লীগের রাজনীতিতে অভিভাবক হিসাবে যুক্ত হবেন সেটা কাপ্তাই বাসীর কামনা।