
গত ২৩ শে ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে রাজশাহী বিভাগীয় শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় এনটিভি রিয়েলিটি শো’ “অনন্য প্রতিভা ” অংশগ্রহণ করে ইয়েস কার্ড পায়। সেখানে প্রায় ১৭০০ জন প্রার্থী এনটিভি রিয়েলিটি শো’ তে অংশগ্রহণ করে। চলে তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। সকল প্রতিযোগি দেরকে হারিয়ে সর্বশেষে ১১ জন প্রতিযোগী ইয়েস কার্ড লাভ করে। তাঁদের মধ্যে সাইমুম সাজিদ একজন। এ বিষয়টি নিয়ে সাইমুম সাজিদের সাথে কথা হলে তিনি আমাদের কে জানান, ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে একজন ভালো অভিনেতা হওয়ার । মানুষকে বিনোদন দিতে ভালোবাসি । আমি এখন অনেক খুশি এন টিভি রিয়েলিটি শোতে YES CARD পেয়েছি। সবাই দোয়া করবেন আমি যেন ঢাকার পর্বে ভালো কিছু করতে পারি।