আনোয়ারায় ২০০ পিস ইয়াবাসহ মো. মিলন নুর মিলু(২৯) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার(২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি সড়কের ওয়াপদা কাঠির পাড় থেকে কর্ণফুলী থানা পুলিশ মিলুকে গ্রেপ্তার করেছে। মিলু বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের মৃত রাজ্জাক নুরের পুত্র।
কর্ণফুলী থানার মামলার এজাহার সূত্রে জানযায়,গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের বিশেষ টিম বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি সড়কের ওয়াপদা কাঠির পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন নুর মিলু(২৯)কে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।