
উজিরপুর প্রতিনিধিঃ – বরিশালের উজিরপুরে বাইক ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকা যৌতুক না পেয়ে নব বধুর উপর অমানুষিক ভাবে শারিরিক নির্যাতন চালিয়েছে স্বামীর পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের নকুল বাড়ৈর মেয়ে সাথী বাড়ৈ (২০) এর সাথে নারায়নগঞ্জ জেলার উত্তর চাষাড়া গ্রামের মৃত সুশীল চন্দ্র দাসের ছেলে সাগর চন্দ্র দাস(২৪) এর প্রেমের সম্পর্কের মাধ্যমে এক বছর পূর্বে বিবাহ সম্পাদন হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য প্রায়ই ওই নববধুকে মারধর করত। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্বামীর বাড়িতে সাথী বাড়ৈকে স্বামী সাগর চন্দ্র দাস, শাশুড়ী রীতা রানী দাস, খালা শাশুড়ী অর্পা রানী দেবনাথ মিলে মোটরসাইকেল ক্রয় করার জন্য তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা এনে দিতে বলে।
এতে অস্বীকৃতি জানালে পরিবারের সকলে মিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওই অবস্থায় পিত্রালয়ে ফিরে এসে উজিরপুর হাসপাতালে ভর্তি হয়। সাথী জানান, আমার স্বামী সাগর চন্দ্র দাস ইতিপূর্বেও ওই এলাকার রিমি নামে এক নারীকে বিবাহ করেছিল। তা গোপন রেখে মোবাইল ফোনের মাধ্যমে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে এবং আমাকে বিবাহ করে। পরে বিষয়টি জানার পরেও অসহায় বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তার সাথে সংসার করতে থাকি। এর পরেও ওই নারীলোভী মাদকাসক্ত স্বামী ও যৌতুক লোভী স্বামীর পরিবার মিলে যৌতুক না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অভিযুক্তদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। ওই যৌতুক লোভীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কতর্ৃপক্ষের সুদৃষ্টি কামানা করে নির্যাতিতা।