
এ কেমন শহর
মোহাম্মদ আবু ছিদ্দিক
স্বপ্ন নিয়ে এই শহরে
আসছি অনেক আশায়
ব্যাচেলরে কাটাই জীবন
বাবুই পাখির বাসায়।
এই শহরে কেউ কারো নয়
যে যার মতো চলে,
কেউ শুনে না কারও কথা
নিজের মতো বলে।
এই শহরে আপন বলে
কেউ থাকে না পাশে,
যে যার মতো ঘুরে বেড়ায়
স্বপ্ন পুরার আশে।
জীবন যুদ্ধ চলছে সবার
এই শহরে রোজ
শৃঙ্খলা কেউ মানে না ভাই
নেই বিবেকের খোঁজ।
দেখছি আমি দেখছি শুধু
আসছে মনে জিদ,
বলার মতো নেই তো কেহ
নেই দু’চোখে নিদ।
এই শহরে আছেন নেতা
আছে আদালত,
শৃঙ্খলাহীন মানুষ তবু
করছে কসরত।
সোনায় মোড়া দেশটা হবে
যদি মানি শৃঙ্খলা,
অনিয়মিত সব রাখলে দূরে
শহর হবে সোনার বাংলা।