
উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষন উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭মার্চ শনিবার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উজিরপুর বাজারস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সকাল ৭টায় বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। বিকাল ৪টায় আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাবেক সিনেট সদস্য হাবিবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ সালাউদ্দিন শিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, ওটরা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য তাপস কুমার রায়, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী প্রমূখ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মহিলা আওয়ামীলীগের নেতৃ রানী বেগম, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহে আলম হাওলাদার, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক রাড়ী, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আঃ হালিম, গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ছত্তার মোল্লা, জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে শেষ হয়।