শেরপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সংবর্ধনা অনুষ্ঠানে আগামী ১২ মার্চ (শুক্রবার) রাতে গানে ও নৃত্যে শেরপুর মাতাতে আসছেন ঢাকার তিনজন তারকা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ বরেন্য সংগীত শিল্পী শেরপুর জেলা তথা নকলা থানার কৃতিসন্তান এটিএন বাংলা ও এশিয়ান টিভির নিয়মিত শিল্পী আল- মামুন ও চ্যানেল আই এর ক্ষুদে গানরাজ শিল্পী স্বরন।নৃত্যে থাকবেন চিত্র নায়িকা বন্যা ও তার দল ( ড্যান্স গ্রুপ) বিষয়টি নিয়ে কন্ঠ শিল্পী আল মামুনের সাথে কথা বলে জানা যায় আগামী ১২ তারিখ সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ ভালো একটা প্রোগাম হবে এবং আমার কাছে বেশি আনন্দ লাগছে ওই এলাকা আমার নিজের এলাকা।