
গত ২৭/০২/২০২১ ইং তারিখ রোজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় সংগঠনের কার্যকরী কমিটির এক সভায় সংগঠনের সভাপতি খুরশিদ উল আলম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামিল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য ও চট্টগ্রামের বিভাগীয় মূখ্য সমন্বয়ক সৈয়দ মোরশেদ উল্লাহ।
সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্রের ২৫ নং ধারা মোতাবেক উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে পূর্বের অনুমোদিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের পদানুযায়ী সিনিয়রিটি বহাল রেখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম।
এদিকে মোঃ আরিফুল ইসলামকে চট্টগ্রাম দক্ষিণ জেলার, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক মনোনীত করায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানানোর সাথে সাথে তারা বলেন, সত্যিকার বঙ্গবন্ধু্র সৈনিক, দেশ প্রেমিক, মেধাবী ছাত্রকে মনোনীত করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাকে মূল্যায়ন করেছেন।
সদ্য মনোনীত উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমাকে উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায়, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য ও চট্টগ্রামের বিভাগীয় মূখ্য সমন্বয়ক সৈয়দ মোরশেদ উল্লাহ ও অত্র সংগঠনের সভাপতি খুরশিদ উল আলম খোকন ও সাধারণ সম্পাদক মোঃ জামিল উদ্দিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি যেন বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে পারি সেই দোয়া কামনা করছি।