
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ( আইপিএল ) খেলোয়াড়দের সম্মান কম বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। তার মতে সেখানে টাকার জোর বেশি অথচ ক্রিকেটারদের সম্মান নেই। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসরের নিলামে ডেল স্টেইনকে দুই কোটি ভারতীয় রুপি দিয়ে দলে নিয়েছিলো র্যায়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে দামের সাথে নিজের নামটা সেভাবে মিলাতে পারেনি স্টেইন। মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে উইকেট নিয়েছিলেন মাত্র একটি। যার জন্য ১৪তম আসরের আগে নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি।
পাকিস্তান সুপার লিগ ( পিএসএল ) খেলতে বর্তমানে ডেল স্টেইন অবস্থান করছেন পাকিস্তানে। সারফরাজ আহম্মেদের নেতৃত্বধীন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার পথে এক সাক্ষাৎকারে স্টেইন আইপিএল ক্রিকেট নিয়ে তিনি বলে, ” আইপিএলের স্কোয়াড় অনেক বড়, অনেক বড় বড় নাম সেখানে। অর্থের জন্য এখানে এতো হাঁকপাকানি। ক্রিকেটাররা এখানে যেতো অর্থ উপার্জন করে যেখানে মনে হয় আসল ক্রিকেটারটা হারিয়ে যাবে। লঙ্কান প্রিমিয়ার লিগ কিংবা পাকিস্তান সুপার লিগে টাকাটা বড় নয় এখানে উইকেট নেওয়াটা বড়”।