
রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের নিয়ে ১৯ বছরের পাকিস্তানি তরুনী দাদানির মোবিন একটি ভিডিও করেছিল এরপর রীতিমত ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। অনেকেই সেই ভিডিওর আদলে তৈরি করতে থাকে নানা ভিডিও। তার ভিডিওটি সোশ্যাল মিডিয়া এতটাই জনপ্রিয় হয়েছে যে, অল্প কয়েক দিনে লাখ লাখ ফলোয়ারের পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছে পাশের দেশ ভারতেও।
তিনি ওই ভিডিওতে ছোট্ট একটি কথা বলেছিলেন। আর সেই কথাটি নিয়েই ভারতের বড় বড় ব্র্যান্ডগুলো বিজ্ঞাপনে ব্যবহার করছে। দানানিরকে স্যালুট জানাচ্ছেন বলিউড তারকারাও। ভারতীয় মিডিয়াও মেতেছে দানানিরকে নিয়ে। ভাইরাল হওয়া সেই কথাটি হলো- ‘পাওরি হোরাই হ্যায়’, বাংলায় যার অর্থ হয়- ‘আমাদের পার্টি চলছে’। তার ওই ছোট ভিডিওটি যে এত সাড়া ফেলবে সেটা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি বলেন, আমরা বেড়াতে গিয়ে মজা করছিলাম, গান শুনছিলাম। হঠাৎ কী মনে হলো, আমার ফোনটা বের করে ভিডিওটা বানালাম আর পোস্ট করলাম। বাকিটা ইতিহাস হয়ে গেল।
গত ৬ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে গাড়িতে করে বেড়াতে যাওয়ার ছোট ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দানানির। মাত্র পাঁচ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও, যা দানানির মোবিনকে এভাবে রাতারাতি সুপার স্টারে পরিণত করেছে। ইনস্টাগ্রামে তার সেই পোস্ট প্রায় ৫০ লাখ মানুষ দেখেছে, আর সেই সংখ্যাটাও বেড়েই চলছে প্রতিনিয়ত।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় কয়েক মুহূর্তের জন্য থেমে সেখানে তাকে গাড়ি আর বন্ধুদের দেখিয়ে বলতে শোনা যায়, ‘ইয়ে হামারি কার হ্যায়, অওর ইয়ে হাম হ্যায়, অওর ইয়ে হামারি পাওরি হোরাই হ্যায়!’ বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘এটি আমাদের গাড়ি, আর এ হলো আমরা বন্ধুরা, আর এই আমাদের পার্টি চলছে’। ভিডিওতে ‘পার্টি’ শব্দটিকে দানানির যেভাবে তার অনুকরণীয় উচ্চারণ আর ভঙ্গিমায় ‘পাওরি’র মতো করে উচ্চারণ করেছেন, সেটিই তাকে ভাইরাল করে তুলেছে। হ্যাশট্যাগ ‘পাওরি হোরাই হ্যায়’ এখন শুধু পাকিস্তানে নয়, ভারতেও সবচেয়ে ‘ট্রেন্ডিং’ টপিকগুলোর শীর্ষে রয়েছে।