
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা দিলেন অত্র ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এনামুল করিম চৌধুরী (বিএসএস)। তিনি ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে হোয়ানক ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ্য ভোটে নির্বাচিত হয়ে সফলভাবে ৫ বছর পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এনামুল করিম চৌধুরী হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড় গ্রামের বাসিন্দা হোয়ানক ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুল মাবুদ চৌধুরীর তৃতীয় সন্তান। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তিনি সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করে গেছেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে হোয়ানক ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন সহ ইউনিয়নের প্রতিটি গ্রামে উন্নয়ন ও সেবামূলক কাজ করেছেন। অবহেলিত হোয়ানক ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করেছেন।
হোয়ানক ইউনিয়নের সর্বসাধারণকে ভালোবাসা এবং সেবা দিয়ে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। হোয়ানক ইউনিয়নের সর্বসাধারণের হৃদয়ে আমৃত্যু থাকবেন বলে জানা যায়। হোয়ানক ইউনিয়নে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে আবারও তাকে হোয়ানকের জনগণ চেয়ারম্যান পদে নির্বাচিত করবের বলে আশাবাদ ব্যক্ত করেন। হোয়ানক ইউনিয়নের বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, তিনি হোয়ানক ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন ও এলাকার জনগনের ভাগ্যের পরিবর্তন হবে তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত করবে বলে জানায়।