
আজও কেঁদে ফিরে
শাহানারা শারমিন
বিংশ শতাব্দী পেরিয়ে
আমরা পদার্পণ করেছি
একাবিংশ শতাব্দিতে,
চারপাশের অনেক কিছু বদলে গেছে
আমরা শুধু বদলাতে পারিনি…
আমাদের দৃষ্টিভঙ্গি,
নারী শক্তির অগ্রগতি,
মন থেকে মেনে নিতে পারিনি..
নারী-পুরুষের সমতা,
নারীদের মত প্রকাশের স্বাধীনতা।
আজও বাংলার ঘরে-ঘরে
কেঁদে ফিরে অসংখ্য নারী,
ঘরে-বাইরে নির্যাতিত হয়
অগণিত মা,বোন,
শারীরিক পাশবিক নির্যাতনে
ক্ষত-বিক্ষত তাদের হৃদয়,
তবুও মুখে প্রানহীন হাসি নিয়ে…
কাটাচ্ছে জীবন সংসার।
যৌন নিপিড়ীত নারীরা মুখ থুবড়ে
পড়ে থাকে ঘরের এক কোনে,
ইভটিজিং এর প্রতিবাদে ক্ষত বিক্ষত হয়
বালিকাদের সুন্দর মুখ।
হে নারী আর কতকাল থাকবে নিরবে?
সইবে হিংস্র হায়েনাদের করাল থাবা!
আজ সময় হয়েছে ঘুরে দাঁড়াবার,
মুছে ফেলো চোখের জল-
জেগে ওঠো তীব্র প্রতিবাদে,
খুলে দাও মানুষ রুপি হায়েনাদের মুখোশ।
যেনো বাংলার ঘরে-ঘরে
আর কোন নারীকে কাঁদতে না হয়,
ধর্ষিতা হতে না হয়,
একটা মা বোন যেনো-
আত্মহত্যার শিকার না হয়।