রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ১২:৩২ অপরাহ্ন
৩০শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল | ১৬ই মহর্‌রম, ১৪৪৪ হিজরি
  • Home
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিভাগীয় সংবাদ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
  • অপরাধ দুর্নীতি
    • আইন আদালত
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • বিবিধ
  • দুর্ঘটনা
  • বিনোদন সংবাদ
  • দেশ জুড়ে
  • চট্টগ্রাম বিভাগ
    • পার্বত্য জেলা
    • রাঙ্গুনিয়া
    • রাউজান
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • ফিচার
  • শিক্ষা-প্রতিষ্ঠান

নারীর ভাবনায় নারী শিক্ষার্থীরা

প্রকাশিত- সোমবার ৮ মার্চ ২০২১, ১৯৯ বার পড়া হয়েছে
  • মেহেরাবুল ইসলাম সৌদিপ
  • জবি প্রতিনিধি

‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ অতি পরিচিত এই লাইন দুটি কাজী নজরুল তো কবেই লিখে গেছেন; তবুও পুরুষশাসিত সমাজে নারীরা আজ অবহেলিত, শোষিত। বর্তমান সমাজে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। এ সময়ে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীর অবদান ঈর্ষনীয়। তবুও নারীরা আজ ভুগছে নিরাপত্তাহীনতায়, দিন দিন বেড়েই চলছে নারীর প্রতি সহিংসতা। আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তাদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। নারী দিবস উপলক্ষে নারীর চাওয়া-পাওয়া ও স্বাধীনতা নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন নারী শিক্ষার্থীর ভাবনা ও মতামত তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক মেহেরাবুল ইসলাম সৌদিপ।

প্রতিটি মুহূর্ত হোক নিরাপদ, মাহমুদা টুম্পা,শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া– স্বাধীনতার ৫০ বছরেও নারীরা আজ নিরাপদ নয়। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় ধর্ষণ, খুন, নারীর প্রতি সহিংসতা কতটা বেড়ে গেছে। প্রায়ই শোনা যায় রাস্তাঘাটে এমনকি ক্যাম্পাসেও উত্ত্যক্ত হচ্ছে নারীরা। এমনকি মাঝরাতেও বখাটের দ্বারা হেনস্তা হয়েছে। প্রশাসনের পরিচয়ে নারীর ফোন ছিনতাই হয়েছে। এমনকি উপজাতিদের দ্বারাও হেনস্তা হয়েছে নারীরা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই বখাটে ছেলেরা নারীর দুর্বলতার সুযোগ নিয়ে এসব কুকর্ম করে যাচ্ছে। সবকিছু দেখেও আমাদের চুপ করে থাকাটা অন্যায়কে প্রশয় দেওয়া ছাড়া আর কিছুই নয়। আমাদের মনুষ্যত্ব ও বিবেকের জোরে নারীর প্রতি এমন অন্যায়কে প্রতিহত করতে হবে। কঠোর আইন প্রণয়ন করে প্রতিটি মূহুর্তে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেনো নারী হয় স্বাধীন পায় চলার পূর্ণ স্বাধীনতা। নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। এক্ষেত্রে সরকার, সমাজ, প্রশাসন ও জনসমাজ সকলকে একযোগে সচেতন ভূমিকা পালন করতে হবে।

(পূর্ণতা পাক নারীর অধিকার) মোমেনা আক্তার, শিক্ষার্থী, বাংলা বিভাগ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট– নারী স্বাধীনতার মূল বিষয়গুলো শুধু গ্রন্থেই বন্দী হয়ে থাকার জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার প্রতিফলন জরুরি। বিভিন্ন সভা-সমাবেশে আমরা গলা উঁচু করে নির্দ্বিধায় নারী স্বাধীনতার কথা বলে থাকি, কিন্তু আমরা আসলে নারী স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝি না। নারী পরাধীনহেতু সমাজ ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করা হলেও নিজেদের দূর্বলতাও কম দায়ী নয়। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে তাকে অবশ্যই সংযম হতে হবে। আমাদের সমাজকেও এ ব্যাপারে যথেষ্ঠ সচেতন হতে হবে। নারীকে নারীর মতো করেই বাঁচতে দেওয়া উচিৎ। এ কথা ভুলে গেলে চলবে না যে, নারীর প্রথম পরিচয় হচ্ছে সে মানুষ। তাই নারী জ্ঞান অর্জন, আত্মসংযম, শ্রমনিষ্ঠা, সেবা, দৃঢ়তা, প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে মানসিক দাসত্বের কঠিন শৃঙ্খল ভেঙে এগিয়ে চলতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে নির্যাতিত সকলের আত্মসম্মানবোধের চেতনা জাগ্রত হোক, মানুষ হিসেবে সবাই সম্মানিত হোক, সকলের অধিকার পূর্ণতা পাক।

(প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন) ফারহানা ইয়াসমিন, শিক্ষার্থী, সমাজ বিজ্ঞান বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়– মানব সভ্যতার উষালগ্ন থেকে নারী-পুরুষ অসমতা বিদ্যমান যা আজ অবধিও আছে। এই অসমতার জন্য একমাত্র দায়ী হচ্ছে সমাজ। সচরাচর দেখা যায়, গ্রাম্য এলাকায় সাধারণত মহিলারাই কেবল বাড়ির যাবতীয় কাজসহ সন্তান লালন-পালন করে থাকেন আর পুরুষেরা ঘরের বাইরের কাজগুলো করে থাকেন। কিন্তু এই করোনার দীর্ঘ ছুটিতে একটু উল্টো চিত্র দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায়। তন্মধ্যে পুরুষ শিক্ষকেরা তাদের বাড়ির মহিলাদের কাজে অনেক রকম সহযোগিতা করা সহ সন্তানের লালন-পালনেও তারা বেশ সচেতন হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ দিনগুলোর থেকে মহিলাদের কাজের চাপ বর্তমানে বহুগুণে বেড়েছে। প্রতিনিয়ত তাদের আগের থেকে আরও বেশি স্বাস্থ্য সম্মতভাবে জীবনযাপন নিশ্চিত করতে হচ্ছে এবং এটার সাথে মানসিক বিপর্যয় তো আছেই। এবারের নারী দিবসে আমাদের প্রত্যাশা হোক এটাই যেন শুধুমাত্র সংকটময় মুহূর্তেই নয়, সকল পেশার পুরুষেরা তাদের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করে নারীদের পাশে সব সময় যেন এমনি করেই থাকেন।

(স্বাধীনতার পূর্ণ স্বাদ পাক) রওশন জাহান সুমাইয়া,শিক্ষার্থী, ইংরেজি বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়– দুঃখজনক হলেও এটাই সত্যি যে, আমরা নারীরা স্বাধীন দেশ এর পরাধীন নাগরিক। সোশ্যাল মিডিয়া, টিভি খুললেই দেখা যায় নারী নির্যাতন, ধর্ষণের মতো হৃদয়বিতারক সংবাদ। যেই নারী তাদের জন্ম দেয় সেই নারী জাতিকেই অসম্মান করতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। উল্টা আরো নারীর চলাফেরা, পোশাকে তারা সমস্যার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরে। আফসোস যে নারী জতি এত কষ্ট করে জন্ম দেন একটি ফুটফুটে বাচ্চা, আলো দেখান এই সুন্দর পৃথিবীর আজ তারাই নিরাপদভাবে চলাফেরা করতে পারে না। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এমন কি বাসায় ও নিরাপদ নয় নারীরা। আমাদের স্বাধীন রাষ্ট্র আছে অথচ  নারীর স্বাধীনতা নেই, শুধুমাত্র নামেই পালিত হয় নারী দিবস এই দিনটি। কী হবে নারী দিবস পালন করে যদি নারীর স্বাধীনতাই না থাকে। নারীদের সকল ক্ষেত্রে কাজ করার সমান সুযোগ-সুবিধা লাভ, মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সকলের উচিত শুধুমাত্র নারী দিবসে নারীদের সম্মান না করে নারীরা যেন স্বাধীনভাবে স্বাধীন দেশের সুনাগরিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে সে ব্যবস্থা করা।

(নারীর উন্নয়নেই হোক মুক্তি) মিথিলা দেবনাথ ঝিলিক,শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়– নারীই শক্তি, নারীই প্রেম আবার সেই নারীই ভালোবাসা। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ হচ্ছে নারী। নারীরা সব বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন। তবুও সমাজের নানা বাধা, নির্যাতনের শিকল অনেক নারীকে ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছে। নারীদের শক্তি ছাড়া পৃথিবী সামনে এগিয়ে যেতে পারে না। এ সময়ে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। তাই নারীর উন্নয়ন এখন জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে। নারীর মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নারীর সুপ্ত প্রতিভার বিকাশে কোনরূপ বাঁধা দেওয়া যাবে না। প্রাথমিক হয়ে উচ্চশিক্ষা থেকে চাকুরিক্ষেত্রে সর্বত্রই নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে হবে। নারীর প্রতি অসম্মানবোধ, সম্ভ্রমহীন এবং শত্রুভাবাপন্ন প্রতিযোগী মনোভাব দূর করতে হবে। পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রে নারীর সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠা করলেই জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

(সর্বস্তরে নারীরা প্রাধান্য পাক) সিনথিয়া সুমি,শিক্ষার্থী, ইতিহাস বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ– অভিধানে ‘উন্নয়নে নারী বা নারী উন্নয়ন’ একটি অতি আধুনিক সংযোজন। এই ধারণা বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকার করে। নারী উন্নয়ন ও ক্ষমতায়ন দুটি বিষয়ই একটি অন্যটির পরিপূরক। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারী উন্নয়ন বিষয়টি বিশেষ ভূমিকা রাখে। বিশ্বের উন্নত দেশগুলোতেই যেখানে নারীদের পদযাত্রায় বারবার হোঁচট খেতে হয়, সেখানে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের নারী হিসেবে বাঙালি নারীদের প্রতিটি পদক্ষেপে অনেক বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারী উন্নয়নের প্রধান অন্তরায়। অথচ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীরা আজ শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নেই, নারীরা পৌঁছে গেছেন বিমানের ককপিট থেকে পর্বতশৃঙ্গে। দশভুজা নারী ঘরে-বাইরে নিজেকে আলোকিত করছেন নিজ প্রজ্ঞা আর মেধা দিয়ে। বর্তমানে এমন কোনো পেশা নেই যেখানে নারীর মর্যাদাপূর্ণ উপস্থিতি নেই। দেশে এখন প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দু’জন নারী। জাতীয় সংসদের স্পিকার একজন নারী। বর্তমানে সবক্ষেত্রেই রয়েছে নারীর পদচারণা। নারীর সমাধিকার ও নারীমুক্তির কথা যতই বলা হোক না কেন- উন্নত, অনুন্নত, উন্নয়নশীল সব দেশেই নারীরা কম-বেশি সহিংসতা ও বৈষম্যের শিকার। তাই নারীর নিজের অধিকার সম্পর্কে সচেতনতা, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নারী-পুরুষ উভয়ের অন্তর্ভুক্তিতেই উন্নয়নের দেখা পাওয়া সম্ভব। এভাবেই নারীরা এগিয়ে যাবেন, তাদের ভবিষ্যৎ হবে কণ্টকমুক্ত।

(পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন) খাদিজা খানম ঊর্মি,শিক্ষার্থী, ইনফোরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়– ‘নারীর স্বাধীনতা’ কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায় একজন নারীর স্ব-অধীনতা। তবে স্ব-অধীনতা বলতে আমি অবশ্যই যা ইচ্ছে তা করা কিংবা উগ্রতা বুঝাচ্ছিনা। একজন নারীরও অধিকার আছে নিজের স্বপ্নের পথে নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার, পরিবার কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনায় নিজের মতামতটুকু প্রকাশ করার এবং নির্দিষ্ট বয়সের পর নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেয়ার। এসকল ক্ষেত্রে অহেতুক অন্যের হস্তক্ষেপ না করাটাই নারীর স্বাধীনতা। আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ পরিবারেই ছেলে শিশু ও মেয়ে শিশুর মধ্যে করা হয় হাজারো বৈষম্য, করা হয়না নারীদের সঠিক মূল্যায়ন যা পরিবারের ছেলে শিশুদের উপর প্রভাব ফেলে এবং সে ছেলেটিও বড় হয়ে একই আচরণ করে। তাই আমি বলবো, সমাজে নারীর অধিকার ও স্বাধীনতা পূর্ণাঙ্গরুপে প্রতিষ্ঠা করতে প্রথমে প্রয়োজন পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

(অবারিত হোক নারীর স্বাধীনতা) সানজানা আলম নির্জনা,শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়– পুরো দেশ আজ উন্নতির পথে। তবুও নারীর অবস্থানটি আজ অস্পষ্ট। বহু বছর ধরে নারীর স্বাধীনতা নিয়ে দফায় দফায় আন্দোলন, নানা কর্মসূচি হয়েই যাচ্ছে। কিন্তু সেটি অধরাই রয়ে গেলো। আজও নারীরা নানা ভাবে অবহেলিত, কোনঠাসা। সেটি মূলত শুরু হয় পরিবার থেকেই। জন্মের পর থেকেই তাকে বুঝিয়ে দেয়া হয় একজন নারীর জন্য ঘরের বাহির কতটা অনিরাপদ। আর সেই বেড়াজালে আটকে পড়ে থাকে দিনের পর দিন। আর যেই বের হতে গেলো তখনি মানুষরূপী পুরুষ হায়েনাগুলোর দাবায় নিঃশেষ হচ্ছে দিনের পর দিন নারী সত্ত্বাগুলো। সেখানেও আংগুল তোলা হয় নারীর দিকেই। তবে পুরোপুরি যে পুরুষ সমাজ দায়ী তা কিন্তু নয়। নারীই নারীর জন্য অনেকাংশে দায়ী। আজও নারীরা নিজেদের পুরনো ধ্যান-ধারণা থেকে সরে আসতে পারেনি। নারী পুরুষ সমান মানেই যে নারীকে পুরুষের অবয়ব নিয়ে চলতে হবে তেমনটাও কিন্তু নয়। চাই নারীর নিজস্ব সত্ত্বাকে বাঁচিয়ে রাখার জন্য তার মতামতকে সম্মান দেয়া, নারীর অগ্রগতিতে বাধা প্রদান না করা এবং তাদের শক্ত মনোবল গড়ে তোলতে সাহায্য করা। নারী হোক পাখির মতো মুক্ত, নারীর স্বাধীনতা হোক অবারিত।

0Shares
Same Categories More Post
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিবেন কুবি কর্মকর্তারা

    • ২ বছর আগের
    • ১৭৫ বার পড়া হয়েছে

    কুবি প্রতিনিধি

    নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বির্পযয়ের ফলে মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তারা তাদের এক দিনেরআরও পড়ুন...

  • করোনাকালীন ঈদ ভাবনা

    • ১ বছর আগের
    • ৪৬২ বার পড়া হয়েছে

    করোনাকালে আবার এসেছে ঈদ, বছরের সবচেয়ে খুশির দিন। কিন্তু এ ঈদের আনন্দ এবারও অনেকটাই ম্লান। গত দুই ঈদের পর এবারের ঈদকে ঘিরে নানাআরও পড়ুন...

  • রাবিসাসের নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

    • ২ বছর আগের
    • ২৭৪ বার পড়া হয়েছে

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি—(কুবিসাস)। শুক্রবার (৮ জানুয়ারি) দপ্তরআরও পড়ুন...

  • ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত

    • ৩ বছর আগের
    • ৪২৩ বার পড়া হয়েছে

    মুহাম্মদ আমজাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধিঃ আরও পড়ুন...

  • কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    • ৩ বছর আগের
    • ৫১৭ বার পড়া হয়েছে

    আবিদ হাসানঃ- জকিগন্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার সকালে ২০২০ ইংরেজী সনেরআরও পড়ুন...

  • কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর

    • ২ বছর আগের
    • ১৩৬ বার পড়া হয়েছে

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ নভেম্বর) রাতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায়আরও পড়ুন...

  • সাংবাদিক কাজল নিখোঁজের ঘটনায় জবি ছাত্র অধিকার পরিষদের উদ্বেগ

    • ২ বছর আগের
    • ২৪৮ বার পড়া হয়েছে

    জবি প্রতিনিধিঃদৈনিক পক্ষকাল এর সম্পাদক 'শফিকুল ইসলাম কাজল' নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

  • জবিতে ‘বঙ্গবন্ধু-জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন

    • ১ বছর আগের
    • ১৩৪ বার পড়া হয়েছে

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান (রহমান যশোরী) রচিত ‘বঙ্গবন্ধু- জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচনআরও পড়ুন...

  • নতুন বছরে তারুণ্যের প্রত্যাশা

    • ৭ মাস আগের
    • ২৪৭ বার পড়া হয়েছে

    ২০২২! নতুন বছর এলে আমরা অপূরণীয় অনেক স্বপ্ন দেখি। সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। দেশে ফিরেআরও পড়ুন...

  • হত্যার হুমকিদাতা সেই ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

    • ২ বছর আগের
    • ২৪৭ বার পড়া হয়েছে

    আজাহার ইসলাম, ইবি প্রতিনিধি:- হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এম এম নাসিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেআরও পড়ুন...

top news
  • Weekly
  • Monthly
  • Yearly
  • জাতির জনকের স্মরণে রাউজানে বিনামূল্যে ৬’শ স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

    • ৪ দিন আগের
    • ১১৪ বার পড়া হয়েছে
  • কিউরার সৌজন্যে গাউছিয়া কমিটি ও লায়ন্স’ ক্লাব চিটাগং’র ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

    • ১ দিন আগের
    • ২৬ বার পড়া হয়েছে
  • আনোয়ারা ৩দিনব্যাপী কারবালা মাহফিলে বক্তারা কঠিন বিপদেও নামাজ আদায় কারবালার শিক্ষা

    • ৫ দিন আগের
    • ২৫ বার পড়া হয়েছে
  • অন্যায় অবিচারের প্রতিবাদ করা কারবালার প্রকৃত শিক্ষা

    • ৬ দিন আগের
    • ২৫ বার পড়া হয়েছে
  • আনোয়ারার নিহত জেলের পরিবারকে অর্থ সহায়তা

    • ৭ দিন আগের
    • ২৪ বার পড়া হয়েছে
  • মাধবপুরে বহরা ইউনিয়নে ১২৬৫ জনে মধ্যে টিসিবি পন্য বিক্রি করেন

    • ৫ দিন আগের
    • ২৪ বার পড়া হয়েছে
  • শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত

    • ৬ দিন আগের
    • ২৩ বার পড়া হয়েছে
  • উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে আনোয়ারায় আমিন বিশেষায়িত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

    • ২ দিন আগের
    • ২০ বার পড়া হয়েছে
  • সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু এক আপোষহীন সৈনিক

    • ৫ দিন আগের
    • ১৭ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

    • ৪ দিন আগের
    • ১৪ বার পড়া হয়েছে
  • রামুতে নবাগত ইউএনও’র দায়িত্ব গ্রহণ, প্রণয় চাকমার পদোন্নতি জনিত বিদায়

    • ৫ দিন আগের
    • ১৪ বার পড়া হয়েছে
  • ডিএপি সার কারখানার বিষাক্ত বর্জ্যে ৩০ লাখ টাকার মাছ মরার অভিযোগ

    • ৫ দিন আগের
    • ১৩ বার পড়া হয়েছে
  • শাওলিন উশু ট্রেনিং সেন্টারের ৪৮ তম প্রশিক্ষণার্থীদের বেল্ট ও সনদ প্রদান

    • ১৩ ঘন্টা আগের
    • ১৩ বার পড়া হয়েছে
  • আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন রাস আল খাইমাহ শাখার সভাপতি গোফরানুল হক নোমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম

    • ৪ দিন আগের
    • ১২ বার পড়া হয়েছে
  • বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল আলমের দাফন সম্পন্ন

    • ৩ দিন আগের
    • ১২ বার পড়া হয়েছে
  • হাটহাজারীতে পরকিয়ার অভিযোগে বিবাহ বিচ্ছেদ নিয়ে দ্বন্দ্ব ; হামলায় আহত ১

    • ৪ সপ্তাহ আগের
    • ১৫৮ বার পড়া হয়েছে
  • জাতির জনকের স্মরণে রাউজানে বিনামূল্যে ৬’শ স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

    • ৪ দিন আগের
    • ১১৪ বার পড়া হয়েছে
  • রাউজানে শিক্ষাসেবা প্রতিষ্ঠান ‘মেধা’র প্রেষণামূলক সভা অনুষ্ঠিত

    • ৪ সপ্তাহ আগের
    • ১১০ বার পড়া হয়েছে
  • আনোয়ারার চাতরীর কালা মনছুরের ওপর হামলা ডার্বি গ্রুপের, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

    • ৩ সপ্তাহ আগের
    • ১০৭ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় উপনির্বাচনে ইউপি সদস্যের প্রকাশ্য জাল ভোটের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    • ৪ সপ্তাহ আগের
    • ৪৪ বার পড়া হয়েছে
  • মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে এগিয়ে আসতে হবে সবাইকে -ওসি

    • ২ সপ্তাহ আগের
    • ৪৩ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় ৩দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন

    • ২ সপ্তাহ আগের
    • ৪০ বার পড়া হয়েছে
  • স্কুলে যাওয়ার পথেই নিখোঁজ শিক্ষার্থী মাঈনুর

    • ৩ সপ্তাহ আগের
    • ৩৯ বার পড়া হয়েছে
  • নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম খুলশি জোনের সেশন চর্চা ক্লাস ও ঈদ পুর্ণমিলনী

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৯ বার পড়া হয়েছে
  • হারিয়ে যাওয়া মাঈনুরকে ফিরে পেলেন বাবা-মা

    • ৩ সপ্তাহ আগের
    • ৩৭ বার পড়া হয়েছে
  • আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি শর্তহীন আনুগত্য, গভীরতম শ্রদ্ধা ও ভালোবাসাই ঈমানের দাবি

    • ১ সপ্তাহ আগের
    • ৩৪ বার পড়া হয়েছে
  • শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা সত্যিকার মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না

    • ১ সপ্তাহ আগের
    • ৩৩ বার পড়া হয়েছে
  • আনোয়ারার পরৈকোড়া ইউপিতে ছবি তোলার কার্যক্রম উদ্বোধন

    • ৪ সপ্তাহ আগের
    • ২৮ বার পড়া হয়েছে
  • জবিতে পঞ্চম ইনডোর গেমস পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    • ৩ সপ্তাহ আগের
    • ২৭ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় শোহাদা-ই কারবালা মাহফিলের প্রস্তুতি সভা

    • ২ সপ্তাহ আগের
    • ২৭ বার পড়া হয়েছে
  • ফটোগ্রাফার থেকে অভিনয়ে আসিফ আহমেদ আসিফ

    • ১১ মাস আগের
    • ১১১৩ বার পড়া হয়েছে
  • রামুতে ভাড়াটিয়ার হামলায় মার্কেট মালিক আহত

    • ১২ মাস আগের
    • ১০০৪ বার পড়া হয়েছে
  • টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

    • ১২ মাস আগের
    • ৯০৬ বার পড়া হয়েছে
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

    • ১২ মাস আগের
    • ৭২৭ বার পড়া হয়েছে
  • স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

    • ১২ মাস আগের
    • ৭২০ বার পড়া হয়েছে
  • নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন অপু ও টুম্পা

    • ১১ মাস আগের
    • ৬২৭ বার পড়া হয়েছে
  • চট্টগ্রামে ড্রেনে নিখোঁজ ব্যক্তির পরিবারকে সম্পূর্ণ ফ্রি আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিলেন এড.নজরুল চৌধুরী।

    • ১২ মাস আগের
    • ৫৬৭ বার পড়া হয়েছে
  • সাবেক রাষ্ট্রদুত ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১১তম মৃত্যু বার্ষিকী ২৭ আগষ্ট

    • ১২ মাস আগের
    • ৫১৩ বার পড়া হয়েছে
  • নতুন চমক নিয়ে আসছেন এ জে আকাশ চৌধুরী,প্রিয়া ও রকি

    • ১১ মাস আগের
    • ৪৬১ বার পড়া হয়েছে
  • সাত বছর চাচীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আত্ম হ ত্যা মামলার পূর্ণ তদন্ত সিআইডিতে

    • ১১ মাস আগের
    • ৪০৭ বার পড়া হয়েছে
  • চন্দ্রঘোনা ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থীর আলোচনার শীর্ষে সাবেক ছাত্রনেতা আবু তাহের

    • ১০ মাস আগের
    • ৩৯১ বার পড়া হয়েছে
  • বেতাগীতে ছাত্রসেনার হুসাইনী কনফারেন্স অনুষ্ঠিত

    • ১১ মাস আগের
    • ৩৮৫ বার পড়া হয়েছে
  • ইউটিউব ও টিকটকে সফল নোয়াখালীর প্রান্ত ও পূর্নিমা

    • ১২ মাস আগের
    • ৩৭৫ বার পড়া হয়েছে
  • গ্রেফতার কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা

    • ১২ মাস আগের
    • ৩৭০ বার পড়া হয়েছে
  • লিভার আক্রান্ত রোগীর পাশে ছাত্রসেনা কদমতলী শাখা

    • ১২ মাস আগের
    • ৩৬৮ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৪ অগাস্ট ২০২২ -|- ৩০শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল -|- ১৬ই মহর্‌রম, ১৪৪৪ হিজরি

নারীর ভাবনায় নারী শিক্ষার্থীরা

মেহেরাবুল ইসলাম সৌদিপ | জবি প্রতিনিধি -

‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ অতি পরিচিত এই লাইন দুটি কাজী নজরুল তো কবেই লিখে গেছেন; তবুও পুরুষশাসিত সমাজে নারীরা আজ অবহেলিত, শোষিত। বর্তমান সমাজে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। এ সময়ে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীর অবদান ঈর্ষনীয়। তবুও নারীরা আজ ভুগছে নিরাপত্তাহীনতায়, দিন দিন বেড়েই চলছে নারীর প্রতি সহিংসতা। আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তাদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। নারী দিবস উপলক্ষে নারীর চাওয়া-পাওয়া ও স্বাধীনতা নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন নারী শিক্ষার্থীর ভাবনা ও মতামত তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক মেহেরাবুল ইসলাম সৌদিপ।

প্রতিটি মুহূর্ত হোক নিরাপদ, মাহমুদা টুম্পা,শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া– স্বাধীনতার ৫০ বছরেও নারীরা আজ নিরাপদ নয়। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় ধর্ষণ, খুন, নারীর প্রতি সহিংসতা কতটা বেড়ে গেছে। প্রায়ই শোনা যায় রাস্তাঘাটে এমনকি ক্যাম্পাসেও উত্ত্যক্ত হচ্ছে নারীরা। এমনকি মাঝরাতেও বখাটের দ্বারা হেনস্তা হয়েছে। প্রশাসনের পরিচয়ে নারীর ফোন ছিনতাই হয়েছে। এমনকি উপজাতিদের দ্বারাও হেনস্তা হয়েছে নারীরা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই বখাটে ছেলেরা নারীর দুর্বলতার সুযোগ নিয়ে এসব কুকর্ম করে যাচ্ছে। সবকিছু দেখেও আমাদের চুপ করে থাকাটা অন্যায়কে প্রশয় দেওয়া ছাড়া আর কিছুই নয়। আমাদের মনুষ্যত্ব ও বিবেকের জোরে নারীর প্রতি এমন অন্যায়কে প্রতিহত করতে হবে। কঠোর আইন প্রণয়ন করে প্রতিটি মূহুর্তে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেনো নারী হয় স্বাধীন পায় চলার পূর্ণ স্বাধীনতা। নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। এক্ষেত্রে সরকার, সমাজ, প্রশাসন ও জনসমাজ সকলকে একযোগে সচেতন ভূমিকা পালন করতে হবে।

(পূর্ণতা পাক নারীর অধিকার) মোমেনা আক্তার, শিক্ষার্থী, বাংলা বিভাগ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট– নারী স্বাধীনতার মূল বিষয়গুলো শুধু গ্রন্থেই বন্দী হয়ে থাকার জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার প্রতিফলন জরুরি। বিভিন্ন সভা-সমাবেশে আমরা গলা উঁচু করে নির্দ্বিধায় নারী স্বাধীনতার কথা বলে থাকি, কিন্তু আমরা আসলে নারী স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝি না। নারী পরাধীনহেতু সমাজ ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করা হলেও নিজেদের দূর্বলতাও কম দায়ী নয়। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে তাকে অবশ্যই সংযম হতে হবে। আমাদের সমাজকেও এ ব্যাপারে যথেষ্ঠ সচেতন হতে হবে। নারীকে নারীর মতো করেই বাঁচতে দেওয়া উচিৎ। এ কথা ভুলে গেলে চলবে না যে, নারীর প্রথম পরিচয় হচ্ছে সে মানুষ। তাই নারী জ্ঞান অর্জন, আত্মসংযম, শ্রমনিষ্ঠা, সেবা, দৃঢ়তা, প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে মানসিক দাসত্বের কঠিন শৃঙ্খল ভেঙে এগিয়ে চলতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে নির্যাতিত সকলের আত্মসম্মানবোধের চেতনা জাগ্রত হোক, মানুষ হিসেবে সবাই সম্মানিত হোক, সকলের অধিকার পূর্ণতা পাক।

(প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন) ফারহানা ইয়াসমিন, শিক্ষার্থী, সমাজ বিজ্ঞান বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়– মানব সভ্যতার উষালগ্ন থেকে নারী-পুরুষ অসমতা বিদ্যমান যা আজ অবধিও আছে। এই অসমতার জন্য একমাত্র দায়ী হচ্ছে সমাজ। সচরাচর দেখা যায়, গ্রাম্য এলাকায় সাধারণত মহিলারাই কেবল বাড়ির যাবতীয় কাজসহ সন্তান লালন-পালন করে থাকেন আর পুরুষেরা ঘরের বাইরের কাজগুলো করে থাকেন। কিন্তু এই করোনার দীর্ঘ ছুটিতে একটু উল্টো চিত্র দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায়। তন্মধ্যে পুরুষ শিক্ষকেরা তাদের বাড়ির মহিলাদের কাজে অনেক রকম সহযোগিতা করা সহ সন্তানের লালন-পালনেও তারা বেশ সচেতন হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ দিনগুলোর থেকে মহিলাদের কাজের চাপ বর্তমানে বহুগুণে বেড়েছে। প্রতিনিয়ত তাদের আগের থেকে আরও বেশি স্বাস্থ্য সম্মতভাবে জীবনযাপন নিশ্চিত করতে হচ্ছে এবং এটার সাথে মানসিক বিপর্যয় তো আছেই। এবারের নারী দিবসে আমাদের প্রত্যাশা হোক এটাই যেন শুধুমাত্র সংকটময় মুহূর্তেই নয়, সকল পেশার পুরুষেরা তাদের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করে নারীদের পাশে সব সময় যেন এমনি করেই থাকেন।

(স্বাধীনতার পূর্ণ স্বাদ পাক) রওশন জাহান সুমাইয়া,শিক্ষার্থী, ইংরেজি বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়– দুঃখজনক হলেও এটাই সত্যি যে, আমরা নারীরা স্বাধীন দেশ এর পরাধীন নাগরিক। সোশ্যাল মিডিয়া, টিভি খুললেই দেখা যায় নারী নির্যাতন, ধর্ষণের মতো হৃদয়বিতারক সংবাদ। যেই নারী তাদের জন্ম দেয় সেই নারী জাতিকেই অসম্মান করতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। উল্টা আরো নারীর চলাফেরা, পোশাকে তারা সমস্যার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরে। আফসোস যে নারী জতি এত কষ্ট করে জন্ম দেন একটি ফুটফুটে বাচ্চা, আলো দেখান এই সুন্দর পৃথিবীর আজ তারাই নিরাপদভাবে চলাফেরা করতে পারে না। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এমন কি বাসায় ও নিরাপদ নয় নারীরা। আমাদের স্বাধীন রাষ্ট্র আছে অথচ  নারীর স্বাধীনতা নেই, শুধুমাত্র নামেই পালিত হয় নারী দিবস এই দিনটি। কী হবে নারী দিবস পালন করে যদি নারীর স্বাধীনতাই না থাকে। নারীদের সকল ক্ষেত্রে কাজ করার সমান সুযোগ-সুবিধা লাভ, মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সকলের উচিত শুধুমাত্র নারী দিবসে নারীদের সম্মান না করে নারীরা যেন স্বাধীনভাবে স্বাধীন দেশের সুনাগরিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে সে ব্যবস্থা করা।

(নারীর উন্নয়নেই হোক মুক্তি) মিথিলা দেবনাথ ঝিলিক,শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়– নারীই শক্তি, নারীই প্রেম আবার সেই নারীই ভালোবাসা। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ হচ্ছে নারী। নারীরা সব বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন। তবুও সমাজের নানা বাধা, নির্যাতনের শিকল অনেক নারীকে ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছে। নারীদের শক্তি ছাড়া পৃথিবী সামনে এগিয়ে যেতে পারে না। এ সময়ে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। তাই নারীর উন্নয়ন এখন জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে। নারীর মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নারীর সুপ্ত প্রতিভার বিকাশে কোনরূপ বাঁধা দেওয়া যাবে না। প্রাথমিক হয়ে উচ্চশিক্ষা থেকে চাকুরিক্ষেত্রে সর্বত্রই নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে হবে। নারীর প্রতি অসম্মানবোধ, সম্ভ্রমহীন এবং শত্রুভাবাপন্ন প্রতিযোগী মনোভাব দূর করতে হবে। পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রে নারীর সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠা করলেই জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

(সর্বস্তরে নারীরা প্রাধান্য পাক) সিনথিয়া সুমি,শিক্ষার্থী, ইতিহাস বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ– অভিধানে ‘উন্নয়নে নারী বা নারী উন্নয়ন’ একটি অতি আধুনিক সংযোজন। এই ধারণা বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকার করে। নারী উন্নয়ন ও ক্ষমতায়ন দুটি বিষয়ই একটি অন্যটির পরিপূরক। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারী উন্নয়ন বিষয়টি বিশেষ ভূমিকা রাখে। বিশ্বের উন্নত দেশগুলোতেই যেখানে নারীদের পদযাত্রায় বারবার হোঁচট খেতে হয়, সেখানে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের নারী হিসেবে বাঙালি নারীদের প্রতিটি পদক্ষেপে অনেক বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারী উন্নয়নের প্রধান অন্তরায়। অথচ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীরা আজ শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নেই, নারীরা পৌঁছে গেছেন বিমানের ককপিট থেকে পর্বতশৃঙ্গে। দশভুজা নারী ঘরে-বাইরে নিজেকে আলোকিত করছেন নিজ প্রজ্ঞা আর মেধা দিয়ে। বর্তমানে এমন কোনো পেশা নেই যেখানে নারীর মর্যাদাপূর্ণ উপস্থিতি নেই। দেশে এখন প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দু’জন নারী। জাতীয় সংসদের স্পিকার একজন নারী। বর্তমানে সবক্ষেত্রেই রয়েছে নারীর পদচারণা। নারীর সমাধিকার ও নারীমুক্তির কথা যতই বলা হোক না কেন- উন্নত, অনুন্নত, উন্নয়নশীল সব দেশেই নারীরা কম-বেশি সহিংসতা ও বৈষম্যের শিকার। তাই নারীর নিজের অধিকার সম্পর্কে সচেতনতা, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নারী-পুরুষ উভয়ের অন্তর্ভুক্তিতেই উন্নয়নের দেখা পাওয়া সম্ভব। এভাবেই নারীরা এগিয়ে যাবেন, তাদের ভবিষ্যৎ হবে কণ্টকমুক্ত।

(পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন) খাদিজা খানম ঊর্মি,শিক্ষার্থী, ইনফোরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়– ‘নারীর স্বাধীনতা’ কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায় একজন নারীর স্ব-অধীনতা। তবে স্ব-অধীনতা বলতে আমি অবশ্যই যা ইচ্ছে তা করা কিংবা উগ্রতা বুঝাচ্ছিনা। একজন নারীরও অধিকার আছে নিজের স্বপ্নের পথে নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার, পরিবার কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনায় নিজের মতামতটুকু প্রকাশ করার এবং নির্দিষ্ট বয়সের পর নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেয়ার। এসকল ক্ষেত্রে অহেতুক অন্যের হস্তক্ষেপ না করাটাই নারীর স্বাধীনতা। আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ পরিবারেই ছেলে শিশু ও মেয়ে শিশুর মধ্যে করা হয় হাজারো বৈষম্য, করা হয়না নারীদের সঠিক মূল্যায়ন যা পরিবারের ছেলে শিশুদের উপর প্রভাব ফেলে এবং সে ছেলেটিও বড় হয়ে একই আচরণ করে। তাই আমি বলবো, সমাজে নারীর অধিকার ও স্বাধীনতা পূর্ণাঙ্গরুপে প্রতিষ্ঠা করতে প্রথমে প্রয়োজন পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

(অবারিত হোক নারীর স্বাধীনতা) সানজানা আলম নির্জনা,শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়– পুরো দেশ আজ উন্নতির পথে। তবুও নারীর অবস্থানটি আজ অস্পষ্ট। বহু বছর ধরে নারীর স্বাধীনতা নিয়ে দফায় দফায় আন্দোলন, নানা কর্মসূচি হয়েই যাচ্ছে। কিন্তু সেটি অধরাই রয়ে গেলো। আজও নারীরা নানা ভাবে অবহেলিত, কোনঠাসা। সেটি মূলত শুরু হয় পরিবার থেকেই। জন্মের পর থেকেই তাকে বুঝিয়ে দেয়া হয় একজন নারীর জন্য ঘরের বাহির কতটা অনিরাপদ। আর সেই বেড়াজালে আটকে পড়ে থাকে দিনের পর দিন। আর যেই বের হতে গেলো তখনি মানুষরূপী পুরুষ হায়েনাগুলোর দাবায় নিঃশেষ হচ্ছে দিনের পর দিন নারী সত্ত্বাগুলো। সেখানেও আংগুল তোলা হয় নারীর দিকেই। তবে পুরোপুরি যে পুরুষ সমাজ দায়ী তা কিন্তু নয়। নারীই নারীর জন্য অনেকাংশে দায়ী। আজও নারীরা নিজেদের পুরনো ধ্যান-ধারণা থেকে সরে আসতে পারেনি। নারী পুরুষ সমান মানেই যে নারীকে পুরুষের অবয়ব নিয়ে চলতে হবে তেমনটাও কিন্তু নয়। চাই নারীর নিজস্ব সত্ত্বাকে বাঁচিয়ে রাখার জন্য তার মতামতকে সম্মান দেয়া, নারীর অগ্রগতিতে বাধা প্রদান না করা এবং তাদের শক্ত মনোবল গড়ে তোলতে সাহায্য করা। নারী হোক পাখির মতো মুক্ত, নারীর স্বাধীনতা হোক অবারিত।

0Shares

Contact Us

Email – sadinbangla71tv@gmail.com

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Faq
  • Terms and Condition
  • Sitemap