
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রসেনা বেতাগী পূর্ব পরিষদের ব্যবস্থাপনায় আনন্দ ভ্রমন গত রবিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়। অত্র সংগঠনের কর্মীদের নিয়ে নৌপথে কর্ণফুলী নদীতে কাউখালী মাওলানা বাড়ী ঘাট থেকে নৌ ভ্রমণের যাত্রা শুরু করে বেতাগী ইউনিয়ন পূর্ব পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রসেনা বেতাগী ইউনিয়ন পূর্ব পরিষদের সাবেক নেতৃবৃন্দ মোঃ অলী আহমদ, মোঃ মানিক, পরিষদের সাবেক সভাপতি মোঃ কায়সার আলম আত্তারী। বর্তমান সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভপতি এম.আর মামুনুল হক, সরোয়ার আজম, সাধারন সম্পাদক কাজী জাহেদুল হক, সাংগঠনিক সম্পাদক আবু মোকাররম দস্তগীর, নবীর হোসেন, আবুল হাশেম, জাহেদুল হক, জালাল উদ্দীন ফোরকান, মোঃ সাকিবসহ পরিষদের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট শাখা হতে আসা সদস্য ও কর্মীবৃন্দ।
আনন্দ ভ্রমণের আয়োজক কমিটির আহ্বায়ক ও সচিব জানান, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে এই ভ্রমণের আয়োজন করা। দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কাজ করার ফলে কর্মীদের ক্লান্তভাব দূর করতে, কর্মীদেরকে একটু সাচ্ছন্দ্য ও প্রানবন্ত করতে এই আয়োজন করা হয়। এই ভ্রমনের জন্য যাঁরা আর্থিক, কায়িক, মানসিক ও বিভিন্নভাবে সহায়ত করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভ্রমণের আহ্বায়ক কমিটি।
ভ্রমণটি কাউখালী মাওলানা বাড়ী ঘাট হতে সকাল ১০ টায় রওনা হয়ে কাপ্তাই ঝুম রেস্তোরাঁ পর্যন্ত হয়ে কোদালা চা-বাগান পরিদর্শন করে পুনরায় কাউখালী মাওলানা বাড়ী ঘাটে এসে শেষ হয়।