
চট্টগ্রামের রাউজানে নারীর ছদ্মবেশে বোরকা পড়ে গর্ভবতি সেজে সিএনজি চালিত অটোরিকশাযোগে মদ পাচারকালে এক পুরুষসহ দুইজনকে আটক করেছে পুলিশ। (৯-মার্চ) মঙ্গলবার বিকেল ৫টায় রাউজান পৌরসভার জলিল নগর সি.এণ্ড.বি মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার মোগলটুলির ২৮নং ওয়ার্ডের প্রয়াত মো. শাহাজানের ছেলে সাগর (২০) ও সদরঘাট থানায় বসবাসরত নয়নের উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (১৯)। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বোরকা পরিহিত দুই-নারী পুরুষের শরীরে বাঁধা ৫২লিটার মদসহ আটক করা হয়েছে। দুইজনেই নারী ও গর্ভবতী বললেও একজনের কণ্ঠ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসী চালিয়ে মদসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।