
আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বেতাগী পূর্ব পরিষদের ব্যবস্থাপনায় ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রাহঃ) ওরশ এবং আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বেতাগী পূর্ব পরিষদের অভিষেক অনুষ্ঠান পূর্ব বেতাগী হযরত ওয়াজ উদ্দীন শাহ্ (রাহঃ) কেজি স্কুল প্রাঙ্গণে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আবু তৈয়ব নঈমী আল কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুরশীদ আল কাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা সৈয়দ রুহুল আমিন আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা মারফতুন নূর আল কাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত রাঙ্গুনিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী, মাওলানা আরিফুর রহমান রাশেদ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ ছানাউল্লাহ্, মুহাম্মদ হাসান মনসুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল মনসুর মেম্বার, মাওলানা আব্দুল্লাহ্ মেম্বার, আব্দুল লতিফ মেম্বার, মুহাম্মদ আবু জাফর মাস্টার, আবু নাসের বাবুল, মোঃ নাজমুল হোসেন সিদ্দিকী, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা নুরুল আজগর নঈমী, নুর মোহাম্মদ মেম্বার, মোঃ নেজাম উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক আল কাদেরী রাহঃ এর বিভিন্ন কর্মকাণ্ড উপস্থাপন করেন৷ পরে পরিষদের কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করে অভিষিক্ত করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ সৈয়দ রুহুল আমিন আল কাদেরী। সবশেষে মিলাদ-কিয়াম ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।