
চলুন রক্ত দিন জীবন বাঁচাতে সাহায্য করি এই স্লোগান কে সামনে রেখে একঝাঁক তুর্কি তরুণদের নিয়ে গঠিত হয়েছিল মানবতার সেচ্ছাসেবী সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন ।
আজ ১২ মার্চ জুমাবার চেরাগী পাহাড়স্থ মোমিন রোড সেনানী দলীয় কার্যলয়ে অভিষেক অনুষ্ঠান অত্র সংগঠনের সভাপতি মোঃ রবিউল ইসলাম ফারুকী সভাপতিত্বে, কৌশিক চৌধুরী এবং মোহাম্মদ এনামের যৌথ সসঞ্চালনায় অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাক থেকে তিলাওয়াত করেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সাজ্জাদ।
নাতে মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন, অত্র সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ।
যৌথ সুরে ছাত্রসেনা’র দলীয় সংগীত পড়েন অত্র সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক Mohammad Absarun Nayeem Munna ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান।
এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্টের সদস্য সচিব জননেতা নাছির উদ্দীন মাহমুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আবুল হাশেম উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি এইচ. এম. শহিদুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রসেনা’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক লেখক, গবেষক ও সম্প্রতি বিনি সুতোর রাজনীতি নামে গ্রন্থের লেখক ছাত্রনেতা আদনান তাহসিন আলমদার, ছাত্রসেনা চট্রগ্রাম দক্ষিণের সভাপতি নুরের রহমান রণি, উপদেষ্টা আক্তার হোসেন অন্যান নেতৃবৃন্দ ও অত্র সংগঠনের কর্মী শাহেদুল ইসলাম মুন্না, মুছা করিম, কৌশিক চৌধুরী রাজ, মিনহাজুর রহমান মিরাজ, এইচ এম আবছারুণ নাঈম মুন্না, মাহমুদুর রহমান, মোহাম্মদ ইরফান,তৌফিকুল ইসলাম, ফরহাদ, ইমতিয়াজ, জানে আলম, কামাল উদ্দীন প্রমুখ।
অত্র অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই ধরনের কাজ যারা করে তারা নিঃসন্দেহে জাতীর শ্রেষ্ট সন্তান, আমরা আগে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জাতির শ্রেষ্ট সন্তান বলতাম কিন্তু যেই কারণে জাতির শ্রেষ্ট সন্তান বলা হয় সেই কারণ গুলা তাদের মধ্যে পাওয়া যায় না। অতিথিরা আরো বলেন, সেনানীদের একটা আদর্শ আছে তা হলো প্রিয় নবীজির আদর্শের অনুসরণ করা। যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতিবেশীদের উপদ্রবে মক্কা থেকে মদিনায় হিজরত করেন কিন্তু যখন তিনি মক্কা বিজয় করেন তখন সেখনকার সকলকে সাধারণ ক্ষমা করে দেন।