
হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান করেছেন। বৃহস্পতিবার বিকালে মাধবপুর সদরে মাস্ক পরিধান না করায় ৭ জনকে ১৩০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। তাজমহল আবাসিক হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০০০/- জরিমানা করা হয়। মাধবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। অন্যদিকে বৃহস্পতিবার সকালে জগদীশপুর ইউনিয়নের তেমুনিয়া নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: মহিউদ্দিন মাস্ক পরিধান না করায় ৭ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭’শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এর সত্যতা নিশ্চিত করেছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা জানান তিনি।