
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ফুফি’র বাড়িতে বেড়াতে গিয়ে একই পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার দুপুর সাড়ে ২টায় উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোরীর হল- ঘাটছেক মো: আলী আজগরের মেয়ে আলিফা (১২) ও ইছাখালি ৫নং ওয়ার্ডের মো: হারুনের মেয়ে আনিকা (১২)। এরা সম্পর্কে মামাতো-খালাতো বোন বলে যায়।
নিহত কিশোরীর পরিবার জানায়, দুইদিনে আগে বিয়ে খেতে যায় তার ফুফির বাড়িতে। দুপুরে ২জনে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হচ্ছিল। একপর্যায়ে বাড়ির পুকুর পাড়ে দুইজনের কাপড় দেখতে পেয়ে পুকুর থেকে দুইজনকে উদ্বার করা হয়। উদ্বার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্থাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বলেন, পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি। নিহত দুই কিশোরী পানিতে দুই ঘন্টা মত ডুবা ছিল।