
চট্টগ্রামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের স্থায়ী কার্যালয় শনিবার (২০ মার্চ) বিকালে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটে উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সৈয়দ আবুল মনসুর মেম্বার, উদ্বোধক ছিলেন মৌলানা ডেন্টাল কেয়ারের পরিচালক ও উপদেষ্টা শহিদুল ইসলাম হেলাল।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও এডমিন এম আর মামুনুল হক, প্রতিষ্ঠাতা এডমিন সরোয়ার আজম, অর্থ সম্পাদক ও এডমিন সোলায়মান বাদশা, সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মৌলানা গিয়াস উদ্দিন, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ হাসান সিকদার, মো. মোরশেদ, মো. মনসুর, এহসানুল হক, মো. হেলাল, মো. সানজিম, মো. ফাহিম, মো. সাইফুল, মো. তারেক, আরিফুল ইসলাম প্রমুখ। এহসানুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
ফিতা ও কেক কেটে কার্যালয় উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ। পরে দরূদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।