
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ গঠনে কাজ করতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ গঠনে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছেন। যে জাতি কারিগরি শিক্ষায় উন্নত, সে জাতি কর্মক্ষেত্রে উন্নত জাতিতে পরিনত হয়ে দেশকে সমৃদ্ধিশালী করবে।
গত ২০ মার্চ চন্দনাইশ ছাত্র সমিতির আয়োজনে চন্দনাইশ লানিং সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সংগঠনের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে বরকল একটি কমিউনিটি সেন্টারে নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় গ্রামাঞ্চলে সমৃদ্ধির নতুন যাত্রা শুদ্ধ উচ্চারণ, সংবাদ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, স্পোকেন ইংলিশ, আরবী ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এ আয়োজনে আলোচনায় অংশ নেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, দক্ষিণ জেলা আ’লীগ নেতা মাহাবুবুর রহমান শিবলী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, প্রিন্সিপাল আবুল কাশেমের ছেলে মো. বিন কাশেম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা আবু হেনা ফারুকী, আরিফুল ইসলাম খোকন, জাবেদ মো. গাউস মিল্টন, শাহেদুল ইসলাম কাজেমী, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, প্রধান শিক্ষক যথাক্রমে নুরুল কবির, সেলিম উদ্দিন, চন্দনাইশ ছাত্র সমিতির সিনিয়র সহ সভাপতি বোরহান উদ্দিন গিফারি, সহ সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী, এ কে এম নাঈম উদ্দিন সায়েম প্রমুখ।