
বিনোদন প্রতিবেদক শুভ শীল– একান্ত আলাপচারিতায় মডেল রাপি বলেন করোনার পর খুব বিজি সময় পার করতেছি । বিশেষ করে মিউজিক ভিডিও নিয়ে হাউজের শুট ওয়েস্টার্ন সুট নিয়ে এবং নাটক ও নিয়ে খুব ভালো সময় যাচ্ছে, চট্টগ্রাম আঞ্চলিক নাটকের পরিচালক উত্তম কুমারের সাথে বেশি ভাগ কাজ করছে শীঘ্রই আপনারা এক এক করে সব দেখতে পাবেন । খুব বেছে বেছে কাজ গুলো করতেছি আশা করি সবার ভালো লাগবে। আপনার জানেন অভিনয়ের জানেন আমার স্বপ্ন ছোট পর্দা এবং বড় পর্দায় নিয়মিত হওয়া সবাই আমার জন্য দোয়া করবেন । ইতিমধ্যে কাজ করেছি বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে এবং মিউজিক ভিডিও,