
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত কেন্দ্রিয় জগদিশ্বরী কালি মন্দির কমপ্লেক্সে গীতাস্কুল পরিচালনা পরিষদ (GSPP) মিরসরাই শাখার উদ্যোগে প্রথমবারের মতো গীতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্স পরিচালনা কমিটির প্রশিক্ষণ করান যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ শীল। আরো দুই উপস্থিত ছিলেন সমন্বয়ক শ্রী সৌরভ দেবনাথ ও সাগর দাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই শ্রী শ্রী জগদিশ্বরী কেন্দ্রীয় কালি মন্দির কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক শ্রী জওহরলাল নাথ অভি মহোদয় এবং অর্থ সম্পাদক শ্রী শিবু কুমার শীল অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
শুরুতে মাত্র ১০জন শিক্ষার্থী নিয়ে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের কাজ থেকে গীতা বিষয়ক ক্লাস নিবেন গীতাস্কুল পরিচালনা পরিষদ মিরসরাই শাখার কেন্দ্রীয় কমিটির শিক্ষকগন। এই বিষয়ে গীতাস্কুল পরিচালনা পরিষদ মিরসরাই শাখার সভাপতি শ্রী অসীম সেন বলেন, “আমরা সপ্তাহে কেবলমাত্র একদিন (বুধবার) এই কোর্সটি করাবো এবং প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের থেকে কোন টাকা নেওয়া হবে না। শুধু বাসা থেকে নিজেদের শিক্ষার সরঞ্জাম নিয়ে আসলে হবে এবং প্রত্যেকের মাস্ক পরিধান বাধ্যতামূলক হতে হবে”।