
কক্সবাজার জেলা রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নস্থ থোয়াঙ্গাকাটা এলাকায় শিক্ষা এবং উন্নয়নমূলক বেশ কয়কটি প্রকল্প নিয়ে কাজ করেন জনপ্রিয় বেসরকারি সংস্থা কেয়ার বাংলা। কোভিড-১৯ এর সময়ে পহেলা জুলাই ২০২০ ইং দিকে থোয়াঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ণ সংস্কার করণ করার লক্ষ্যে প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ সমাপ্ত করেন।তার ধারাবাহিকতায় থোয়াঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়তের সুবিধার্থে রাস্তা সংস্কার করণ, রাস্তায় অক্সিজেন বৃদ্ধি ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪৭৮ জন পুরুষ ও মহিলা শ্রমিক নিয়ে কাজ করেন।
উক্ত প্রকল্পের সিনিয়র কর্মকর্তা আমিরিকান বংশোদ্ভূত খ্যান ডব্লিউ. হাসন পি.এইচডি সরাসরি পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন থোয়াঙ্গাকাটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি গর্জনিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জব্বার,থোয়াঙ্গাকাটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামশুল আলম,থোয়াঙ্গাকাটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি আব্দুল আলিম সহ আরো অনেকেই।
থোয়াঙ্গাকাটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি আব্দুল জব্বার বলেন কোভিড-১৯ এর সময়ে পহেলা জুলাই ২০২০ ইং দিকে থোয়াঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ণ সংস্কার করণ করার লক্ষ্যে প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজের সার্বিক পরিদর্শনে আসেন আমিরিকান বংশোদ্ভূত খ্যান ডব্লিউ. হাসন পি.এইচডি। তিনি স্কুল পূর্ণ সংস্কার করণ কাজ নিখুঁত ভাবে সম্পন্ন হওয়া এবং স্কুল সহ চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সন্তুষ্টের কথা জানান। সাথে সাথে দ্বায়িত্বে থাকা ব্যক্তিদেরকে ধন্যবাদ জানান।