
বরিশালের উজিরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ভাস্কর্যের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে আঃ ওয়াদুদ সরদারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, মডেল থানা, প্রেসক্লাব, বি.এন.খান ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ, উপজেলা ছাত্রলীগ, সরকারি ডব্লিউ বি. ইউনিয়ন ইনস্টিটিউশন, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,মডেল প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলা সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক বেইজ কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে সকল মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দর্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।