
ওমান প্রতিনিধি→করোনা ভাইরাসের কারনে ওমানী ছাড়া অন্য কোনো প্রবাসী বা বাইরের কোনো লোক ওমানে প্রবেশের জন্য নিষিদ্ধ করে দিছে ওমান সরকার!
করোনা ভাইরাস সংক্রান্ত ঘটনাবলী মোকাবেলার জন্য সুপ্রিম কোর্টের কমিটি রবিবার তাদের সরকারি কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে একটি বৈঠক করেছে সরকারি দল। সরকারি দলের পক্ষ থেকে পরিস্কার ভাবে জানানো হয়েছে নিম্নলিখিত পাঁচ টি সিদ্ধান্তই গ্রহণ করেছে ওমানের সর্বোচ্চ কোর্ট।
ওমানী ছাড়া অন্য কোনো প্রবাসী বা বাইরের কোনো লোক ওমানে প্রবেশের জন্য নিষিদ্ধ, তবে ভাইরাসের কারণে অতিরিক্ত সমস্যা হলে বিমান উঠা নামাও বন্ধ করে দেওয়া হবে এমনটাও জানানো হয়েছে।
ওমানে আগত সকল কে স্থল ও সমুদ্র’সীমান্ত চৌকির মাধ্যমে এবং ওমানি নাগরিক সহ বিমানের মাধ্যমে পৃথকীকরণ প্রয়োগ করা হবে।
ওমানে ঘুরাফিরা করার মতো সকল পাব্লিক উদ্যান এবং সকল পার্ক গুলো বন্ধ ঘোষনা করা হলো।
শুক্রবারে জুমার নামাজ পড়াও বন্ধ করে দিয়েছে ওমান সরকার।
বিবাহের মতো সমস্ত সামাজিক সমাবেশ একেবারে নিষিদ্ধ।
এই সিদ্ধান্তগুলি মঙ্গলবার ১৭ মার্চ ২০২০ থেকে কার্যকর করা হবে।
রবিবার থেকে সকল স্কুল কলেজ আর মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হয়েছে আর কিছু সময়ের মধ্যে সকল শপিংমলও বন্ধ হতে পারে বলে জানিয়েছেন।
কমিটি সকল কে নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিল। সবখানে সরকারি বাহিনীও মোতায়েন করা হবে।