
রীভা শফিক
মুক্তিযুদ্ধের ইতিহাস
পাকিস্তানিরার অত্যাচারে
বাঙালিরা হইল ক্ষুদ্ব,
বঙ্গবন্ধুর নেএিতে
শুরু হইল মুক্তিযুদ্ধ।
১৯৭১ সালের ২৬শে মার্চ
শুরু হল আন্দোলন,
জুট হইল সারা দেশের
সর্ব সাধারণ।
বঙ্গবন্ধু হইলেন বন্দী
পাকিস্তানির হাতে,
কমলো নাক যুদ্ধ আরও
বেড়ে গেল তাতে।
মেজর জিয়াউর জেনারেল
সারাদেশ,
চট্রগ্রামের বেতার থেকে
পড়ে শুনালেন বঙ্গবন্ধুর নির্দেশ।
বর্বর পাকিস্তানির হাতে
শহীদ হল এিশ লক্ষ তাজা প্রাণ,
ধ্বংস হইল বাংলার
সম্পদ কতগুলি।
বাঙ্গালিদের দুঃসময়
তখন কিন্তু ছিল,
ভারত সরকার সাহায্যেরই
হাত বাড়িয়ে দিল।
আর বেশিদিন টিকে থাকা
সম্ভব নয় বুঝতে পেরে,
বিনা শর্তে তখন তারা
আত্মসন্পর্ণ করে।
অবশেষে দিনটি হল
ষোলই ডিসেম্বর,
বিজয়ের পতাকা উড়ে
আকাশ বরাবর।